‘৩০ তারিখ নৌকার বিজয় নিয়েই ঘরে ফিরবো’

কাপ্তাই প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি (২৯৯ নং) অাসনে নৌকা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী অাওয়ামীলীগ মনোনিত প্রার্থী দীপংকর তালুকদার বলেন, অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে এবার কেউ ভোট ডাকাতি করতে পারবেনা। আগামী ৩০ তারিখ আমরা নৌকার বিজয় নিয়েই ঘরে ফিরবো। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সর্বক্ষেত্রে স্বয়ং সম্পূর্ন হয়েছে।

তিনি আরোও বলেন, এশিয়ার বিখ্যাত কর্ণফুলী পেপার মিলকে আবারোও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য যা যা করার করেছি এবং আগামীতেও করবো। কারন এই মিল বাঁচলে শ্রমিক বাঁচবে। দীপংকর তালুকদার বলেন, পাহাড়ে কিছু লোক উন্নয়ন চায় না। কিন্ত দেশ আজ উন্নয়নের মহা সড়কে আছে।

তিনি রবিবার (২৩ডিসেম্বর) কাপ্তাইয়ের নতুন বাজার, চিৎমরম বাজার, বড়ইছড়ি বাজার ও কেপিএম চান্দিমা সিনেমা হল প্রাঙ্গণে পৃথক পৃথক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তার প্রতিটি নির্বাচনী পথসভা জন সমুদ্রে রুপ নেয়। হাজার হাজার জনতার ঢল নামে এসব পথসভায়। দীপংকর তালুকদার রবিবার চিৎমরমের বৌদ্ধ বিহারে পুজনীয় ভান্তের আর্শীবাদ নিয়ে কাপ্তাইয়ের চিৎমরমের চাকুয়া পাড়া, মুসলিম পাড়া, কাপ্তাই প্রজেক্ট এলাকা, শিল্প এলাকা, নতুনবাজার, বড়ইছড়ি বাজার এবং সবশেষে ওইদিন বিকেলে কেপিএমের চান্দিমা সিনেমা হলসহ কয়েকটি এলাকায় গণসংযোগ করেন। এসব পথসভায় তিনি অারও বলেন, কাপ্তাইকে মৌজা করার ব্যাপারে কাজ চলছে। পুনরায় আ’লীগ ক্ষমতায় এলে মৌজাসহ কাপ্তাইয়ের অন্যান্য সমস্যা গুলিও সমাধান করা হবে। বড়ইছড়ি বাজারে পথসভায় ওয়াগ্গা ইউনিয়ন আ’লীগ সভাপতি ছিদ্দিক আহমেদ সভাপতিত্ব করেন।

কাপ্তাই উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খোকনের সঞ্চালনায় উক্ত পথসভায় জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল হক, সদস্য মংসুইনু মারমা , কাপ্তাই উপজেলা অা’লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক প্রকৌশলী থোয়াই চিং মারমাসহ আ’লীগ এবং এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে, চন্দ্রঘোনা ইউনিয়নাধীন কেপিএম চান্দিমা সিনেমা প্রাঙ্গনে পথসভায় সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরীর বেবী। ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফজলুল কাদের মানিক, উপজেলা আ’লীগ সদস্য আকতার হোসেন মিলন, উপজেলা আ’লীগ ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ হানিফ বাবুল, জেলা কৃষক লীগ সাংগঠনিক সম্পাদক নুরুল্লাহ ভুইয়া, উপজেলা মহিলা লীগ সভানেত্রী মানোয়ারা জাহান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সালাউদ্দিন, জেলা কৃষক লীগ সভাপতি জাহিদ আকতার জাহিদ, জেলা আ’লীগ শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মোঃমফিজুল হক প্রমুখ।