লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় বজ্রপাতে মো: এরশাদ (১২) নামের এক হেফজ খানা ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের দানেশ সিকদার পাড়ায় এ ঘটনাটি ঘটে। সে ওই এলাকার আব্দুল আজিজের ছেলে এবং স্থানীয় দানেশ পাড়া হেফজ খানার কোরআন পড়ুয়া ছাত্র বলে জানা গেছে। স্থানীয় বড়হাতিয়া ইউপি সদস্য মো: আব্দুল আলম মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলম বলেন, ঘটনারদিন দুপুর সাড়ে ১২টার দিকে মেঘাচ্ছন্ন হয়ে হঠাৎ ভারী বৃষ্টিপাত শুরু হয়। এসময় বৃষ্টিপাতের সাথে থেমে থেমে বজ্রপাতও হচ্ছিল। এমন সময় বৃষ্টিপাত উপেক্ষা করে শিশু এরশাদ পার্শ্ববর্তী বিল থেকে গরু আনতে গেলে পথিমধ্যে তার গায়ে বাজ্রপাতের ছিলকা পড়লে সে গুরতর আহত হয়। পরে স্বজনরা আহতবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্থানীয় বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জুনাইদ চৌধুরী বলেন, বজ্রপাতে মো: এরশাদ নামের বার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে শুনেছি। তার বাড়ি বড়হাতিয়ার দানেশ সিকদার পাড়ায়। লোহাগাড়া থানার ওসি মো : জাকের হোসাইন মাহমুদ বলেন, বজ্রপাতে উপজেলার বড়হাতিয়ায় এক হেফজখানা ছাত্রের মৃত্যু হযেছে বলে খবর পেয়েছি।