‘আমি নির্বাচিত হলে পটিয়ায় বিশ্ববিদ্যালয় করব’

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১২ পটিয়া আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মাওলানা এম এ মতিন আজ ২২ ডিসেম্বর শনিবার সকাল ১০ টা থেকে পটিয়া পৌরসভার ১, ২, ৪, ৫, ৬ নং ওয়ার্ডে মোমবাতি প্রতীকের গণসংযোগ, পথসভা ও ৫টি ওয়ার্ডের নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন। লেভেল প্লেয়িং ফিল্ড সৃষ্টি করতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়ে এম এ মান্নান বলেন, আমাদের নতুন প্রজন্ম উচ্চ শিক্ষিত হলে, পটিয়া এগ্রিয়ে যাবে। স্বাধীনতার পর থেকে আজ অবধি পটিয়াতে একটি বিশ^বিদ্যালয় বা প্রকৌশল বিশ^বিদ্যালয় হয়নি। তিনি জনসাধারণের উদ্দেশ্যে বলেন, আমাকে যদি আপনারা নির্বাচিত করেন, তবে আপনাদের অব্যক্ত কথা সংসদে বলব। পটিয়ায় একটি বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার সর্বোচ্চ চেষ্টা করব। তিনি নির্বাচন কমিশন ও সরকারের উদ্দেশ্যে বলেন, ইসলামী ফ্রন্ট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করুন। জনগণ শান্তি চায়, শান্তিতে ভোট দিতে চায়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক জননেতা আলী হোসাইন, ভাইস চেয়ারম্যান ইয়ার মুহাম্মদ পেয়ারু, উপজেলা সেক্রেটারি আখতার হোসেন, পৌরসভার নিজামুল মোরশেদ, মাওলানা এম এ মাবুদ, কাজী আবু বক্কর ছিদ্দিক, মাষ্টার আলী খাঁন, মাষ্টার কমরুদ্দীন, নজির আহম্মদ, কাজী আবু বক্কর, যুবনেতা মাস্টার কমরুদ্দীন, আবুল কালাম লিটন, মাওলানা এনাম রেযা, ফোরকানুল আলম চৌধুরী, জসিম উদ্দীন, কেন্দ্রীয় ছাত্রসেনা নেতা ফরিদুল ইসলাম, দিদার কাদেরী, দক্ষিণ জেলা নেতা এনামুল হক, উপজেলা সভাপতি রফিকুল আলম ওসমানী, পূর্ব সভাপতি জমির উদ্দিন, গোলাম সরওয়ার, নজরুল ইসলাম শওকত প্রমুখ।