চবি ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ: একজনকে কুপিয়ে জখম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একজনকে কুপিয়ে জখম করা হয়েছে।

রোববার (১৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলে এ ঘটনা ঘটে।

বিবদমান পক্ষ দুটি হলো শাখা ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপ সিক্সটি নাইন ও সিএফসি। আহত আল-আমিন রিমন শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও সিএফসির অনুসারী।

এ ঘটনায় ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। দুই হলের শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে শুক্রবার (১৫ অক্টোবর) জুমার পরে বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত ও শাহজালাল হলে ছাত্রলীগের দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় উভয় পক্ষের ৪ জন আহত হন।

গত বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে সিক্সটি নাইনের এক কর্মীকে মারধরের পর রাতে সিএফসির এক কর্মীকে মারধর করে সিক্সটি নাইন। এ ঘটনার জের ধরে শুক্রবার জুমার পর সিএফসির একজনকে ফের মারধর করে সিক্সটি নাইন। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লে সিক্সটি নাইনের দুই কর্মীকে কুপিয়ে আহত করে সিএফসি। এর মধ্যে একজনকে বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকের সামনে ও অপরজনকে শাহ আমানত হলের সামনে কোপানো হয়।

প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা হয়েছে। আমরা পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।