চট্টগ্রাম সিআরবি রক্ষা চট্টগ্রামের মানুষের প্রাণের দাবি

সিআরবিতে হাসপাতাল প্রকল্প কাতিলের দাবিতে সিআরবি সাত রাস্তার মোড়ে সমাবেশ করেছে নাগরিক সমাজ, চট্টগ্রাম। সমাবেশে বক্তারা বলেন, সিআরবির প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্য রক্ষা চট্টগ্রামের মানুষের প্রাণের দাবি। সিআরবিতে হাসপাতাল প্রকল্প বাতিলের দাবিতে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ সংহতি জানিয়েছে। রাজনীতিবিদ, পেশাজীবী, শিল্পী, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসকসহ সব শ্রেণি-পেশার মানুষ নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে তাদের মতামত জানিয়েছে। চট্টগ্রামের স্বাস্থ্যসেবার উন্নয়ন হাসপাতাল প্রয়োজন তবে তা সিআরবির প্রকৃতি ও ঐতিহ্য ধংস করে নয়। তাই আমরা চাই অবিলম্বে সিআরবিতে হাসপাতাল প্রকল্প বাতিল করা হোক। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাইন উদ্দিন কোহেল, আবৃত্তি শিল্পী রাশেদ হাসান, ঋত্বিক নয়ন, প্রণব চৌধুরী, খেলা ঘর মহানগর যুগ্ম সম্পাদক মোহাম্মদ মোরশেদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা সাবের আহমেদ, বনবিহারী চক্রবর্তী, মহানগর কৃষি লীগ নেতা হুমায়ন কবির মাসুদ অ্যাডভোকেট সৈয়দ নাফিজ উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক শওকত হোসেন, আবৃত্তি শিল্পী বিপ্লব কুমার শীল, নারায়ন দাশ,অ্যাডভোকেট অনির্বাণ দত্ত প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাজ্জাদ হোসেন জাফর।