হাজার বছরের সম্প্রীতির বন্ধনে আবদ্ধ চট্টগ্রাম

মানুষ বুক ভরে শ্বাস নিতে, একটু প্রশান্তি পেতে সিআরবিতে ছুটে আসে। সিআরবি এই জনপদের ঐতিহ্যের অংশ, অপরিকল্পিত উন্নয়নের কারণে আমরা অনেক ঐতিহ্য হারিয়েছি। প্রাচ্যের রানি চট্টগ্রাম নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর ছিল একসময় ছিল উন্মুক্ত জায়গা, খেলার মাঠ। সব হারিয়ে শুধু একটি মাত্র উন্মুক্ত স্থান আছে সিআরবি। যেখানে মানুষ প্রাণভরে শ্বাস নিতে পারে। আমরা এটাকে হারাতে চাই না।এখানে হাজার বছরের ঐতিহ্য বর্ষ বরণ, বসন্ত উৎসব, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তীসহ বছরব্যাপী নানা সাংস্কৃতিক উৎসব হয়। গতকাল শনিবার (১৬ অক্টোবর) বিকেলে সিআরবি রক্ষায় আন্দোলনকারী সংগঠন নাগরিক সমাজ, নাগরিক সমাজ চট্টগ্রামের কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস এসব কথা বলেন।সাম্প্রতিক সময়ে নানান ঘটনা উল্লেখ করে তিনি আরও বলেন হাজার বছরের সম্প্রীতির বন্ধনে আবদ্ধ চট্টগ্রামের জনপদ, কোন অপশক্তি এই সম্প্রীতি নষ্ট করতে পারবে না। এই সময় উপস্থিত ছিলেন কবি আবু মুছা চৌধুরী, ঋত্বিক নয়ন, সৈয়দ নাফিজ উদ্দিন, কবি মিনু মিত্র, সাবের আহমেদ, নারায়ন দাশ, আকরাম হোসেন তৈয়বা জহির আরশি, মায়মুন উদ্দিন মামুন, আবদুল মজিদ বিপ্লব, ইমরান হোসাইন ইমু, নাবিদ হায়দার ভুঁইয়া,