রাউজানে সুষ্ট ও শান্তিপুর্ণ ভাবে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো সনাতন ধর্মীয় অনুসারীদের শারদীয়া র্দুগাপুজাঁ । রাউজান উপজেলা ১৪টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় ২শত ৩৬ টি পুজা মন্ডপে সনাতন ধর্মীয় অনুসারীরা দুর্গোৎসব পালন করেন। সুষ্ট ও শান্তিপুর্ণভাবে সনাতন ধর্মীয় অনুসারীরা ব্যাপক জাকঁজমকের মধ্যে দিয়ে দুর্ঘোৎসব পালন করেন রাউজানে । রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী, রাউজান উপজেলা প্রশাসন, রাউজান থানার পুলিশ, আনসার বাহিনীর সদস্যদের সহায়তায় দুর্গেৎসব চলাকালে রাউজানের কোথায় ও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি । গতকাল ১৫ অক্টোবর শুক্রবার বিকালে সনাতন ধর্মীয় অনুসারীরা ট্রাক, জীপ যোগে প্রতিমা নিয়ে আনন্দ উল্লাসের মাধ্যমে র‌্যালী বের করেন। র‌্যালী চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক, চট্টগ্রাম কাপ্তাই সড়ক সহ বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে। তবে র‌্যালী বের হয় খব কম । র‌্যালী করে রাউজানের উত্তর রাউজানের পৌরসভার ৮ নং ওয়ার্ডের ঢেউয়া পাড়া অপারিজিতা আশ্রম মাঠে ও দক্ষিন রাউজান কাপ্তাই সড়কের পাশে গঙ্গা মন্দির মাঠে জমায়েত হয় । রাউজান পৌরসভার ৮ নং ওয়ার্ডে ঢেউয়া পাড়া অপারিজিতা আশ্রম মাঠে অনুষ্টিত সমাবেশে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী। রাউজান উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সুমন দে” এর সঞ্চলনায় অনুষ্টিত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। এতে বিশেস অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,রাউজান থানার ওসি আবদুল্ল্যহ আল হারুন, পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, এডভোকেট সমীর দাশ গুপ্ত, এডভোকেট দিলিপ কুমার চৌধুরী, চেয়ারম্যান বি,এম জসিম উদ্দিন হিরু, দিলীপ কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক টিপু কান্তি দে, সহ সভাপতি অশোক পালিত, উজ্জল কান্তি দাশ, অনুপ চক্রবর্তী, ধীলন মুহুরী, সাংবাদিক প্রদীপ শীল, তপন দে, স দিপলু দে দিপু, সদস্য প্রভাস চক্রবর্তী, চন্দ্র শেখর দে, সমীর শীল, বাসু পালিত । প্রতিমা বিসর্জন দেয় ।