শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ

শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ। এই দিনে আনন্দের মধ্যেও বিষাদের ছায়া নেমে আসে ভক্তদের মনে।

কারণ, দেবী দুর্গা আর একদিন পরেই ফিরে যাবেন কৈলাসে।
শাস্ত্র মতে, মহানবমীতে কল্পারম্ভ ও বিহিতপূজার মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। পূজা শেষে ভক্তরা দেবীর চরণে অঞ্জলি নিবেদন করবেন। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ৯টা ৫৭ মিনিটে এই বিহিত পূজার আয়োজন শুরু হয় মণ্ডপে মণ্ডপে।

এদিকে, চট্টগ্রামে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে মণ্ডপে মণ্ডপে বাড়ানো হয়েছে নিরাপত্তা। আইনশৃঙ্খলা রক্ষায় চট্টগ্রামে বিভিন্ন উপজেলায় মোতায়েন করা হয়েছে ৮ প্লাটুন বিজিবি। ১৩ অক্টোবর রাত ৯টা থেকে ১৬ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত বিজিবি মোতায়েন থাকবেন বলে জানিয়েছে জেলা প্রশাসন।

এবছর চট্টগ্রাম মহানগরীর প্রধান পূজামণ্ডপ জেএম সেন হলসহ ১৬টি থানায় ব্যক্তিগত, ঘটপূজাসহ ২৭৬টি পূজামণ্ডপে পুজা উদযাপন হচ্ছে। এছাড়া চট্টগ্রামের ১৫ উপজেলায় ১ হাজার ৫৫৩টি ও পারিবারিক ৪১১টি সহ ১ হাজার ৯৬৪টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।