বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বিশ্বনবী (দ.) এর শাশ্বত আদর্শ অনুশীলনের বিকল্প নেই

বিশ্বমানবতার মুক্তির দূত, ইসলামের শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ (দ.)’র আগমনের মধ্য দিয়ে আরবের যত অন্ধকারচ্ছন্নতা, বর্বরতা এবং সকল প্রকার পৈশাচিকতা ও পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে সমাজে সাম্য ও মানবতা প্রতিষ্ঠিত হয়েছিল। বক্তারা বলেন-বিশ্বশান্তি ও কল্যাণের পথই হল মহানবী (দ.)’র অনুপম শিক্ষা ও সামাজিক সংস্কারের মূল চেতনা। জগতে হিংসা-বিদ্বেষ, সন্ত্রাস, দুর্নীতি, শোষণ, বঞ্চনা, বৈষম্য ও বিভ্রান্তি দূরীভূত হয়ে মানব সমাজে শান্তি ও সংহতি প্রতিষ্ঠায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনের মধ্য দিয়ে সর্বক্ষেত্রে মহানবী (দ.)’র জীবনাদর্শ বাস্তবায়িত হোক এটাই প্রত্যাশা। ১৩ অক্টোবর বিকালে হযরত সুলতান বায়েজীদ বোস্তামী (রহ.) দরগাহ্ ময়দানে আন্জুমানে আশেকানে মোস্তফা (দ.) বাংলাদেশ ও আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের যৌথ ব্যবস্থাপনায় ঈদে মীলাদুন্নবী (দ.) উপলক্ষে আমীনে মিল্লাত ফকীহে বাঙ্গাল পীরে কামেল মুফতি আল্লামা শাহ্সূফী কাযী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমী (রহ.) এর প্রতিষ্ঠিত সুন্নী সমাবেশের ৬ষ্ঠ দিবসে বক্তারা এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন আল্ আমীন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন ও সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে তরিক্বত হযরতুলহাজ¦ আল্লামা শাহসূফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মু.জি.আ)। শাহ্জাদা কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমীর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন আল্ আমীন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিক্বত আল্লামা কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী। আলোচনায় অংশগ্রহণ করেন হযরতুলহাজ্ব আল্লামা খলিলুর রহমান আলকাদেরী, আলহাজ¦ সৈয়দ মুহাম্মদ হাবিবুর রহমান সর্দার, আল্লামা হাফেজ শিব্বির আহমদ ওসমানী, সাজেদুর রহমান হাশেমী, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, শাহজাদা কাযী মুহাম্মদ সফিরুর রহমান হাশেমী, মাওলানা জাফর আলম, মাওলানা মুহাম্মদ হাবীব এলাহী, মাওলানা মুহাম্মদ নেজাম উদ্দিন আল কাদেরী, মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ আল নিশান। বাদে আছর হতে নাতে রাসূল (দরুদ) পরিবেশন করেন আশেকানে মোস্তফা সাংস্কৃতিক পরিষদের শারেবৃন্দ। শেষে সালাম ছালাম, তাবারুক বিতরণ এবং বিশে^ শান্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।