সাধনপুর স্কুলের প্রধান শিক্ষককে স্বপদে যোগদান করতে না দেয়ায় প্রতিবাদ

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলাধীন সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীলিপ কুমার ধরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে প্রধান শিক্ষক পদ হতে সরানোর অপচেষ্টা করা হয়। তাঁর বিরুদ্ধে আনীত সমস্ত মিথ্যা অভিযোগ চট্টগ্রাম শিক্ষা বোর্ডে প্রেরণ করা হয় এবং চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ৪৪তম আপীল এন্ড আরবিট্রেশন কমিটির ১৬/০৬/২০২১ ইং তারিখের সভার সিদ্ধান্ত অনুযায়ী বিগত ২১/০৬/২০২১ইং তারিখে স্বাক্ষরিত এক আদেশ মূলে দীলিপ কুমার ধর-কে যাবতীয় পাওনা পরিশোধসহ তাঁকে স্বপদে বহাল রাখার নির্দেশ দেন। তাছাড়া সূত্র ঃ ইউএনও/বাঁশখালী-৪৬১ তাং-১৬/০৩/২০২১ খ্রি:মূলে গত ২৯/০৪/২০২১ তারিখে জনাব মোহাম্মদ মামুন, উপজেলা মাধ্যমিক অফিসার মহোদয় প্রধান শিক্ষক দীলিপ কুমার ধরকে স্বপদে বহাল রাখার নির্দেশ প্রদান করেন। এর পরেও প্রধান শিক্ষক দীলিপ কুমার ধরকে স্বপদে বহাল না করায় শিক্ষক নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন এবং তীব্র নিন্দা জ্ঞাপন করেন। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম, সাধনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীলিপ কুমার ধর-কে স্বপদে বহাল রাখার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় শিক্ষা প্রশাসনকে অনুরোধ জানিয়ে বিবৃতি প্রদান করেন কেন্দ্রিয় সহ-সভাপতি রঞ্জিত কুমার নাথ, বাশিস, চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লকিতুুল্লাহ, সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মোঃ ওসমান গণি, সাধারণ সম্পাদক তাপস চক্রবর্তী, চট্টগ্রাম মহানগরী সভাপতি নুরুল হক সিদ্দিকী, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার কানুনগো, উত্তর জেলার সাধারণ সম্পাদক জাকের হোসেন, বাঁশখালী উপজেলার সভাপতি মোঃ তাহেরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক, প্রধান শিক্ষক দীলিপ কুমার ধরকে স্বপদে বহাল রাখার উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষিত হলে শিক্ষক সমিতি আন্দোলন করতে বাধ্য হবে।