ব্যতিক্রমী সুইটি

র‌্যাম্প ও বিজ্ঞাপনের এক সময়ের তারকা তানভীন সুইটি বর্তমানে বাংলাভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘গুলশান এভিনিউ টু’তে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়াও বেশকিছু কাজ নিয়েও ব্যস্ত তিনি। গুণী এ অভিনেত্রী বলেন, সত্যি বলতে কি আমি সব সময় অল্প কিন্তু মানসম্পন্ন কাজ পছন্দ করি। আমি যখন র‌্যাম্পে কাজ করতাম ব্র্যান্ডের শোগুলোই করতাম। প্রচুর অফার থাকতো। কিন্তু আমি বিনয়ের সঙ্গে সেসব অনুরোধগুলো ফিরিয়ে দিতাম। মৌ, তানিয়া ও আমি মডেলিং-এ নিজেদের একটা সম্মানজনক জায়গায় নিয়ে গিয়েছিলাম। ধীরে ধীরে আমি অভিনয়ের দিকে মনোযোগী হলাম।

দর্শকও আমাকে অভিনেত্রী হিসেবে সাদরে গ্রহণ করলো। মডেল ও অভিনেত্রী দুই পরিচয়েই আমাকে দর্শক পছন্দ করেছেন। তাই দর্শকদের ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখেই সব সময় ভালো কাজ করতে চাই। এদিকে ‘গুলশান এভিনিউ টু’ আগামী নভেম্বর থেকে প্রচার হবে বাংলাভিশনে। এ নাটকে একটি ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়াও বিটিভিতে প্রচার হলো তার খণ্ড নাটক ‘পিছুটান’। সুইটি বলেন, অভিনয়ের বাইরে আমি সামাজিক সংগঠনের হয়ে বহু সেবামূলক কাজে অংশ নিয়ে থাকি। মাননীয় প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সামাজিক সেবামূলক কাজেও একজন সাধারণ কর্মী হিসেবে অংশগ্রহণ করি। বিজ্ঞাপনে প্রস্তাব আসে, কিন্তু ব্যাটে-বলে মিলে না। তাই করাও হয় না। গত দুই বছর মহামারির জন্য সারা দেশেই অচল অবস্থা তৈরি হয়েছিল। বিনোদন সেক্টরও এর বাইরে নয়। কাজকর্ম কমে গিয়েছিল। বর্তমানে ধীরে ধীরে সব সেক্টরগুলো আবার চাঙ্গা হচ্ছে। মুখরিত হয়ে উঠছে অভিনয় অঙ্গন।