প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি গ্রেপ্তার

প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।
গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নিউটন দাশ বলেন, প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। সেই ওয়ারেন্টে রাজধানীর গুলশানের বাসা থেকে আজ সকালে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, গ্রেপ্তারের পর গুলশান থানা পুলিশের একটি টিম তাকে আদালতে নিয়ে যাচ্ছে। আদালতে হাজির করে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করবে পুলিশ। রিমান্ড আবেদন মঞ্জুর হলে তাকে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে বলেও জানান গুলশান জোনের এ কর্মকর্তা।

জিইসি মোড়ের হোটেল পেনিনসুলায় বেইজমেন্টে আগুন লেগেছে। মঙ্গলবার (৫ অক্টোবর) ভোরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।