গ্ল্যামারাস কন্যার টানা শুটিং

ভারতের হইচইয়ের নতুন ওয়েব সিরিজে অভিনয় করছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। নাম ‘বলি’। পরিচালনা করছেন ওপার বাংলার শঙ্খ দাশগুপ্ত। একটি ভিন্ন জনপদের গল্প নিয়ে কুয়াকাটায় চলতি মাসের ১৪ তারিখ থেকে এর শুটিং শুরু হয়েছে। চলবে ২৭ শে সেপ্টেম্বর পর্যন্ত। একটি লোককথা অবলম্বনে নির্মাণ চলতি এ সিরিজের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। আরও অভিনয় করছেন ইরেশ যাকের, সোহানা সাবা প্রমুখ। এবার জানা গেল সাফা কবিরও এখানে যুক্ত হয়েছেন গুরুত্বপূর্ণ একটি চরিত্রে।

হইচইতে এটিই তার প্রথম কাজ। এদিকে, এ সিরিজের কাজ শুরুর আগে টানা নাটকের শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন এ তারকা। তবে এবার ‘বলি’র টানা শুটিংয়ে অংশ নেবেন তিনি। বিষয়টি নিয়ে কুয়াকাটা থেকে সাফা বলেন, এটি ভিন্ন একটি জনপদের গল্প। আমি একেবারেই আলাদা একটি চরিত্রে কাজ করছি। আমার লুকেও পরিবর্তন আনা হয়েছে। এতটুকু বলবো এখানে আমি একজন দ্বীপকন্যার ভূমিকায় থাকছি। তবে এর থেকে বেশি বলতে চাই না। এটা দর্শকদের জন্য চমক হিসেবে থাক। কাজটি কতোটুকু চ্যালেঞ্জিং বলে মনে হচ্ছে? সাফার উত্তর- অনেক চ্যালেঞ্জিং একটি কাজ। কারণ কুয়াকাটায় আবহাওয়া সব সময় অনুকূলে থাকে না। বলতে পারেন এই রোদ, এই বৃষ্টি। তাছাড়া এমন লোকেশনে আমরা শুটিং করছি যেখানে শুটিং করে ফিরে আসাটাও চ্যালেঞ্জের ব্যাপার। এই প্রথম এমন পরিবেশে কাজ করছি। তাই এটা অবশ্যই আমার জন্য চ্যালেঞ্জের। সাফা কথায় কথায় বলেন, অনেক গুণী মানুষেরা এখানে কাজ করছেন। চঞ্চল ভাইতো অভিনেতা হিসেবে অসাধারণই, মানুষ হিসেবেও তাই। সবার সহযোগিতায় কাজ করাটা অতটা কঠিন মনে হচ্ছে না। আমি ‘বলি’ নিয়ে দারুণ আশাবাদী। এদিকে, সাফা জানান ২৭ তারিখ পর্যন্ত কুয়াকাটার পর শুটিং হবে বরিশাল ও মানিকগঞ্জে। আগামী মাসের ৬ তারিখ পর্যন্ত চলবে কাজ। এরপর থেকেই আবার নাটকের শুটিংয়ে ব্যস্ত হবেন এই গ্ল্যামারাস কন্যা।