অক্টোবরেই ভ্যাকসিন আসবে বাংলাদেশে

ভারতে প্রায় ৮২ কোটি লোকের ভ্যাকসিনের একটি ডোজ নেয়া হয়ে গেছে। ভ্যাকসিন নির্মাণকারী সংস্থাগুলির উৎপাদন হার ঊর্ধ্বমুখী। এই অবস্থায় ভ্যাকসিন রপ্তানির ওপর নিষেধাজ্ঞা এই অক্টোবর থেকেই তুলে দিচ্ছে ভারত। দেশের স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মাণ্ডব্য এই ঘোষণাটি করে জানান উন্নয়নশীল দেশগুলিতে আগে কোভিড টিকা রপ্তানি করা হবে। সেরাম ইনস্টিটিউট সূত্রে জানা গেছে তারা অক্টোবরেই বাংলাদেশে ভ্যাকসিনের বকেয়া ডোজ পাঠানো শুরু করবে। কোভিশিল্ডই সরবরাহ করা হবে বাংলাদেশে। ভারতের এই সিদ্ধান্তে তাদের অভিনন্দন জানিয়েছেন ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসিস। তিনি বলেছেন, ভারতের এই সিদ্ধান্ত ঐতিহাসিক।

উল্লেখ্য, ভারতে করোনা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।