ইভ্যালির সিইও ও চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতারণা মামলা

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তাঁর স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা হয়েছে। আজ প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে মুজাহিদুর রহমান নামের এক গ্রাহক বাদী হয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ মামলা করেন। সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী বাদীর জবানবন্দি রেকর্ড করেন। পরে আদালত বাদীর নালিশি আবেদনটি এজাহার হিসেবে রেকর্ড করার জন্য ধানমন্ডি থানাকে নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আজাদ রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।
আজাদ রহমান জানান, মুজাহিদুর রহমান নামের এক গ্রাহক ৮৫ হাজার টাকা মূল্যের দুই টন এসি ও ২৫ হাজার টাকা মূল্যের কাঠের তৈরি একটি টি টেবিলের ক্রয়াদেশ দেন। গত বছর ১১ জুলাই তিনি টাকা পরিশোধ করেন। পণ্য দুটি ৪৫ দিনের মধ্যে সরবরাহ করার কথা থাকলেও তা করেনি আসামি রাসেল ও তাঁর স্ত্রী শামীমা।
মামলায় বাদীর দাবি, পণ্য না পেয়ে তিনি রাসেলকে আইনি নোটিশ পাঠান।

পরে ইভ্যালি টেবিলের টাকা পরিশোধ করলেও এসির বিষয়ে কোনো সমাধান করেনি বলে অভিযোগ বাদীর।