দীর্ঘদিন পর রাজশাহী-কুষ্টিয়ায় করোনায় মৃত্যুশূন্য

দীর্ঘদিন পর রাজশাহী ও কুষ্টিয়া জেলার হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত হয়ে একজনও মারা যাননি। তবে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। রোববার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য জানান। তিনি বলেন, মৃতদের মধ্যে নওগাঁর দুজন, জয়পুরহাটের একজন ও ঝিনাইদহের একজন রয়েছেন। এরা সবাই করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
এদিকে কুষ্টিয়া প্রতিনিধি জানান, কুষ্টিয়া করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে কোন মৃত্যু না থাকলেও নতুন করে আক্রান্ত হয়েছে ২৭ জন। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত জেলায় ১৮০ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫শতাংশ।
বর্তমানে হাসপাতালে ৩২ জন করোনা আক্রান্ত রোগী ও ৩৪ জন উপসর্গ নিয়ে মোট ৬৬ জন ভর্তি রয়েছে।

তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া করোনা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ আশরাফুল আলম।