কুতুবদিয়ায় ইউপির নিবার্চন

লিটন কুতুবী::
অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কুতুবদিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদে নৌকার মাঝির জন্য আ’লীগ দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাছিনা সঠিক যাচাই বাচাইয়ে মূল্যায়িত করেছেন সরকার দলীয় ত্যাগী কমীর্কে। বাংলাদেশ নিবার্চন কমিশন ইউনিয়ন পরিষদ নিবার্চন সম্পন্ন করার জন্য তফশীল ঘোষনা দফায় দফায় পিছিয়ে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার ৬ ইউনিয়নে সোমবার ২০ সেপ্টেম্বর নিবার্চন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু বিএনপি জামায়াত,জাতীয় পার্টিসহ অন্যান্য দলের প্রার্থীরা দলীয় প্রতীক ছাড়া নিবার্চনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নিবার্চনে অংশগ্রহণ করে যাচ্ছে। চলতি বছর গত ০৫মার্চ সরকার দলীয় আ’লীগের কেন্দ্রীয় কমিটির বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক ঘোষনাপত্রের বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বাছাইকৃত চেয়ারম্যান পদের প্রার্থীরা কুতুবদিয়া উপজেলার ৬ ইউনিয়নের মধ্যে উত্তর ধুরুং ইউনিয়নে নৌকার প্রার্থী মোহাম্মদ ইয়াহিয়া খান কুতুবী (নৌকা প্রতীক), দক্ষিণ ধুরুং ইউনিয়নে আলহাজ মোহাম্মদ আজম সিকদার (নৌকা প্রতীক), লেমশীখালী ইউনিয়নে মোঃ রেজাউল করিম (নৌকা প্রতীক), কৈয়ারবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আজমগীর মাতবর( নৌকা প্রতীক), বড়ঘোপ ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান আবুল কালাম(নৌকা প্রতীক),আলী আকবর ডেইল ইউনিয়নের বর্তমান প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিকদার (নৌকা প্রতীক)। কুতুবদিয়ায় উপজেলায় ৬ ইউনিয়নে মোট ভোটার ৮৭ হাজার ৫৮২জন।  তন্মধ্যে পুরুষ ভোটার ৪৫হাজার ৮৫৩জন, মহিলা ভোটার ৪১ হাজার ৭৬৯জন। মোট ভোট কেন্দ্র ৫৪টি।