রাউজানে বিপুল পরিমান ফেন্সিডিল ও গাজা উদ্বার

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার উপর দিয়ে যাওয়া চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক, চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক, হাফেজ বজলুর রহমান সড়ক, শহীদ জাফর সড়ক, দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক, আইলী খীল ওয়াহেদের খীল সড়ক, ডাবুয়া রাবার বাগান সড়ক, অদুদিয়া সড়ক, পুর্ব রাউজান রশিদের পাড়া সড়ক, সুলতান আউলিয়া সড়ক, রাণী পাড়া সড়ক কদলপুর শমশের পাড়া সড়ক, ইছাপুর সড়ক, রাউজান নোয়াপাড়া সড়ক দিয়ে প্রতিনিয়ত পাবর্ত্য জেলার বিভিন্ন এলাকায় উৎপাদিত পাহাড়ী চোলাই মদ, ইয়াবা, গাজাা, ফেন্সিডিল পাচার হয়ে আসছে । মাদক পাচারকারী চক্রের সদস্যরা বিভিন্ন সময়ে বিভিন্ন কৈৗশল অবলম্বন করে মাদক পাচার করছে । রাউজানের পাহাড়ী এলাকার মধ্যে বসবাসকারী কয়েকজন বাসিন্দ্বা তাদের নাম প্রকাশ না করার শর্তে জানান, রাউজান উপজেলার সীমান্তবর্তী কাউখালী উপজেলার ডাইলং পাড়া থেকে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের আইলী খীল, ডাবুয়ার মেলুয়া ডাবুয়া রাবার বাগান দিয়ে প্রতিনিয়ত পাহাড়ী চেলাই মদ পাচার করে মাদক পাচারকালীরা। গত ১৫দিন পুর্বে রাউজানের পাহাড়তলী চৌশুহনীর উত্তর পাশে উনসত্তর পাড়া এলাকায় খোরশেদ ভবনে র‌্যাবের সদস্যরা অভিযান চালিয়ে ৪০ কেজি গাজাঁ সহ এক মাদক পাচারকারী চক্রের সদস্যকে গ্রেফতার করে। রাউজান থানা পুলিশ অভিযান চালিয়ে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের আইলী খীল থেকে বিপুল পরিমান চোলাই মদ সহ মাদক ব্যবসায়ী আজিম উদ্দিনকে গ্রেফতার করে । গত ১৭ সেপ্টেম্বর শুক্রবার দুপুর আড়াইটার সময়ে চট্ট মেট্রো ট- ১১-৫৬৫৬ নম্বরের একটি ট্রাক চট্টগ্রাম থেকে রাক্সমাটি অভিমুখে যাওয়ার পথে রাউজান পৌরসভার ৩ নং ওয়ার্ডের গহিরা শান্তির দ্বীপ এলাকায় গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ আটক করে। ঐ সময়ে ট্রাক থেকে ট্রাক চালক ও মাদক পাচারকারীরা ট্রাক থেকে নেমে দৌড়ে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের পাশে গুিহরা শান্তির দ্বীপ এলাকায় একটি ডোবায় কচুরী পেনার নিচে পালিয়ে যায় । রাউজান থানার ওসি আবদুল্ল্যাহ আল হারুনের নেতৃত্বে অভিযানকারী পুলিশের দলটি ডোবায় কচুরী ফেনার নিচ থেকে তিন মাদক পাচারকারীকে আটক করে। তিন মাদক পাচারকারীর দেওয়া তথ্যমতে ট্রাক থেকে প্যাকেট মোড়ানো ২শত ২০ পিস ফেন্সিঢিলের বোতল, ৩ কেজি ৬শত গ্রাম গাজাঁ উদ্বার করে । ফেন্সিডিল ও গাজার ট্রাকে করে রাঙ্গামাটিতে নিয়ে যাচ্ছিন বলে মাদক পাচারকারী জয়লাল জানান । পুলশের হাতে ধরা পাড়া তিন মাদক পাচারকারীরা হলেন, চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার কিষোয়ান ইউনিয়নের সৈয়দ বাজার এলাকার মৃত মোকতার আহম্মদের পুত্র জয়নাল আবেদীর প্রকাশ বাবুল (২০. রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ঠান্ডাচড়ি এলাকার মুত নুরুল আলমের পুত্র শাহা আলম, (২৫), একই ইউনিয়নের টিলা পাড়া বাশঘাটা এলাকার মাসুদ আলমের পুত্র শাহাজাহান (২২) । রাউজান থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুন বলেন, বিপুল পরিমান ফেন্সিডিল ও গাজাঁ সহ আটক তিন মাদকপাচারীর বিরুদ্বে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। তিন মাদক পাচারকারীকে গতকাল ১৮ সেপ্টেম্বর পুলিশ আদালতে সোর্পদ করেছে । মাদক বহনকারী ট্রকটি পুলিশ আটক করে রাউজান থানায় রাখা হয়েছে । রাউজান থানার ওসি আবদুল্ল্রাহ আল হারুন আরো বলেন, রাউজানে মাদক বিরোধী অভিযান চলছে প্রতিনিয়ত । গত আগষ্ট মাসে রাউজান থানায় মাদক নিয়ন্ত্রন আইনে ১৬টি মামলা রুজু করা হয়েছে । মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে । চলতি মাসে ৯টি মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে