গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

কায়সার হামিদ মানিক,উখিয়া।

গণস্বাস্থ্য কেন্দ্র (মাল্টিস্যার ইন্টারন্যাশনাল) এর সহায়তায় Improving health and nutrition status of children,adolescent and mother from poorest households of the host community -প্রজেক্টের আওতায় উখিয়া উপজেলার ২টি ইউনিয়নের (রাজাপালং ও পালংখালী) ৩ হাজার ও টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ১ হাজার ২ শত পঞ্চাশ, সর্বমোট ৪ হাজার ২ শত পঞ্চাশ। হতদরিদ্র পরিবার,৬টি কমিউনিটি ক্লিনিক, ২টি সাব সেন্টার ও ১৫ টি প্রাথমিক বিদ্যালয় নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।

তারই ধারাবাহিকতায় ১৩ সেপ্টেম্বর সোমবার সকালে উলুবনিয়া জামান সকিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকের উপস্থিতিতে সুপার ভাইজার খন্দকার মুসাব্বির হোসেন শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষার জন্য হাইজিন সামগ্রী (মাস্ক,সাবান,হ্যান্ডওয়াশ,হেক্সিসল) বিতরণ করেন।যার ফলে শিক্ষার্থীরা নিয়মিত মাস্ক পরিধান করবে ও নিজেকে সুরক্ষিত রাখার জন্য হাত ধুয়া অভ্যাসে পরিণত করবে।