কর্মগুণেই মাবুদ সর্দার অনন্তকাল বেঁচে থাকবেন

মাবুদ সর্দারের ২৫ তম মৃত্যুবার্ষিকী’র স্মরণ সভায় আবুল হাশেম বক্কর

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেছেন, চট্টগ্রামে বিএনপির রাজনীতিতে আবদুল মাবুদ সর্দার ছিলেন একজন ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতা। মৃত্যুর আগে পর্যন্ত দলীয় আদর্শের প্রতি অবিচল থেকে তিনি বিএনপিকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি ফিরিঙ্গী বাজার এলাকার উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডেও জড়িত ছিলেন। বাইশ মহল্লা সর্দার কমিটির সংগঠক হিসেবে তিনি সবার কাছে পরিচিত ছিলেন। এলাকার মানুষের কাছে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। শহীদ জিয়ার নীতি ও আদর্শে আস্থাশীল হয়ে চট্টগ্রামে বিএনপিকে সুসংগঠিত করতে তিনি যে অবদান রেখেছেন আমরা তা কোনোদিন ভুলবো না। তার কর্মগুণেই তিনি আমাদের মাঝে অনন্তকাল বেঁচে থাকবেন। দলের প্রতি তার অবদানকে আমরা আজীবন স্মরণে রাখবো। তিনি বুুধবার (১৫ সেপ্টেম্বর) বাদে আসর আলকরন জামে মসজিদে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আপ্যায়ন সম্পাদক ও ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আবদুল মাবুদ সর্দারের ২৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির স্বরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দোয়া মাহফিলে আবদুল মাবুদ সর্দ্দারের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। তাছাড়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান’র রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়। দোয়া মহফিল শেষে আলকরণ জামে মসজিদ সংলগ্ন কবরস্থান জিয়ারত করে মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণ করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন জামে মসজিদের ইমাম মাওলানা কুতুব উদ্দীন। ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বরণ সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন ও কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মঞ্জুর রহমান চৌধুরী। উপস্থিত ছিলেন ফিরিঙ্গী বাজার ওয়ার্ড বিএনপির সি. যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ, সাইফুদ্দিন মির্জা, রমজান আলী, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু, সহ যোগাযোগ সম্পাদক মেজবাহ উদ্দিন চৌধুরী মিন্টু, নগর স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম দিপু, ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক ইকবাল শরীফ, যুবনেতা ইফতেখার উদ্দিন, সর্দার মনির আহমদ, বিএনপি নেতা বশর আহমদ, আবদুর রহমান, মো. রুবায়েত, শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, সাংঠগনিক সম্পাদক মো. শাহজাহান, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি মাইনুদ্দিন খান রাজীব, আশ্রাফ উদ্দিন, যুবদল নেতা মো. শাকিল, সাইফুল ইসলাম, মো. সাহেদ, জামাল উদ্দীন, সেলিম বক্স, আকতার হোসেন, জাহাঙ্গীর আলম, ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহীদুল্লাহ রনি, মো. আরাফাত প্রমুখ।