রাউজানে ভূমি আইন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) ভূমি আইন ও ব্যবস্থাপনা বিষয়ে নির্বাচিত জনপ্রতিনিধি, সুশীল সমাজ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ সংশ্লিষ্টদের জন্য প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে রাউজান উপজেলা পরিষদ। মঙ্গলবার ( ১৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)র সহযোগিতায় রাউজান উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ। টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা সহকারী কমিশনার ভূমি অতীশ দর্শী চাকমার সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, সুশীল সমাজের প্রতিনিধি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল ইসলাম বাহাদুর, ইরফান আহমদ চৌধুরীসহ অন্যান্য সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ অর্ধশতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ জানান, এই বছর ২৫ একর জমি অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ৪৮৮ জনকে ২শতক করে প্রায় ১০ একর জমি ভূমিহীন ও গৃহহীণ পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। খাসজমি যারা দখল নিয়েছেন তারা কোনদিন রাখতে পারবে না। তিনি বলেন সরকারি প্রকল্প বা জনস্বার্থ ছাড়া জমির শ্রেণি পরিবর্তন করা যায়না। একমাত্র প্রাকৃতিক উপায় ছাড়া কেউ জমির শ্রেণী পরিবর্তন করলে তা শাস্তিযোগ্য অপরাধ।