অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করায় ৫০ হাজার টাকা জরিমানা

চসিকের ভ্রাম্যমাণ আদালত
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ মঙ্গলবার নগরীর কোতোয়ালী থানাধীন লালদিঘী পাড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী নেতৃত্বে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টান্ন দ্রব্য উৎপাদন ও বিক্রি করায় একটি মিষ্টান্ন কারখানার মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিনে অপর অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস’র নেতৃত্বে লালখান বাজারস্থ চাঁনমারী রোডে রাস্তা ও ফুটপাতের উপর অবৈধ ভাবে নির্মাণ সামগ্রীর রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে ২ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগনকে সহায়তা প্রদান করেন।