নুসরাত জাহান সিঙ্গেল মাদার, পিতৃপরিচয় ছাড়াই বড় হবে ঈশান

ভারতের সুপ্রিম কোর্টের এক আদেশবলে নুসরাত জাহান সিঙ্গেল মাদার বলেই পরিচিত হবেন। পিতৃপরিচয় ছাড়াই বড় হবে ঈশান। কলকাতা পুরসভা ঈশানের জন্মসনদ অথবা বার্থ সার্টিফিকেটের জায়গায় বাবার নাম ফাঁকা রাখছে। ভারতীয় সুপ্রিম কোর্ট একটি আদেশে ভূমিষ্ঠ হওয়া সন্তানের পিতৃপরিচয় বাধ্যতামূলক নয় বলায় কলকাতা পুরসভা সেই মোতাবেকই বার্থ সার্টিফিকেট তৈরি করছে। যদিও অভিনেতা যশ দাসগুপ্ত নুসরাত ও তার সন্তানের সঙ্গে খামের গায়ে ডাকটিকিটের মত সেঁটে আছেন, তাও নুসরাত বাবা হিসেবে যশকে তুলে ধরতে রাজি নন। তুরস্কের বিয়ে ভারতে আইনানুগ হোক বা না হোক তার এখনও আইনত বিচ্ছেদ হয়নি নিখিল জৈন-এর সঙ্গে। আলিপুর আদালতে বিয়ে আনালমেন্ট এর মামলা চলছে। এরমধ্যে কোনও জটিলতা তৈরি হোক চান না নুসরাত।

তাই যশ বাবার সব দায়িত্ব পালন করলেও আইনতো ঈশানের বাবা নন। নুসরাত জানাচ্ছেন, ঈশানের বাবা এবং মা তিনিই। সমাজে তিনি একটি উদাহরণ তৈরি করতে চান।