সরকার ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নতুন নতুন পদ সৃষ্টি করায় তারা সুনামের সাথে কাজ করছে

নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই। বর্তমান সরকার ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য নতুন নতুন পদ সৃষ্টি করেছে, যার ফলে সরকারি অনেক প্রতিষ্ঠানে তারা সুনামের সাথে কাজ করছে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আর্দশকে যারা বুকে ধারণ করবেন তাদের সংগঠনে জায়গা হবে। শনিবার বিকেল ৪ টায় কাপ্তাই উপজেলা বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা ও নব নির্বাচীত কমিটির পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্য মন্ত্রনালয় সম্প্রর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাংসদ দীপংকর তালুকদার এসব কথা বলেন। কাপ্তাই উপজেলা বঙ্গবন্ধু ডিপ্লোমা পরিষদের সভাপতি প্রকৌশলী শুভাষ কান্তি চৌধুরী এতে সভাপতিত্ব করেন। সম্পাদক প্রকৌশলী বিউটি চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আরিফ জামানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, সদস্য দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী থোয়াইচিং মারমা, সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আক্তার আহমেদ চৌধুরী, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল , চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চিরন্জিত তঞ্চঙ্গ্যা ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক প্রকৌশলী সাকিব হোসেন তানিম। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন ‘রাঙামাটি জেলা বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী আজম এরশাদুল মন্ডল। এরআগে রাঙামাটি জেলা বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদের প্রধান উপদেষ্টা দীপংকর তালুকদার এমপিসহ আমন্ত্রিত অতিথিদেরকে কাপ্তাই উপজেলা শাখার পক্ষ হতে সম্মাননা স্মারক প্রদান করা হয়।