সড়ক মেরামত ও খাল পরিস্কারে ব্যবস্থা নিন

সিডিএ চেয়ারম্যান ও চসিক মেয়রের প্রতি কাউন্সিলর শহিদ

নগরীর ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম ওয়ার্ডের কেবি আমান আলী রোড ও ডেপুটি রোডের ক্ষতিগ্রস্ত অংশ গতকাল মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে পরিদর্শন করেন। অতিবৃষ্টি ও সংস্কার না করায় এই দুটি রোডসহ ওয়ার্ডের ডিসি রোডের ধুনির পোল থেকে মিয়ার বাপের মসজিদের মোড় হয়ে চন্দনপুরা ব্রিজের আগ পর্যন্ত খানাখন্দক সৃষ্টি হয়েছে। এতে যান ও জনচলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ডিসি রোডের ফালাহ্ গাজী মোড় থেকে গণি কলোনী মোড় পর্যন্ত চাক্তাই খাল না পরিস্কার করায় বৃষ্টি ছাড়াও জোয়ারের পনিতে ডুবে থাকে। ফলে ভাঙাচোরা রাস্তার নোংরা দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়ে চলাচল করতে হয় এলাকাবাসীকে। ক্ষতিগ্রস্ত সড়কের অংশ পরিদর্শন করে কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম ক্ষোভ প্রকাশ করে বলেন,গত মাসের কর্পোরেশনের সাধারণ সভায় এলাকার সড়কগুলোর মেরামতে প্রকল্প গ্রহন করে অর্থ বরাদ্দের জন্য মেয়রকে জানিয়েছি। পাশাপাশি চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যানকে একাধিকবার ধুনির পুলসহ অন্যান্য অংশে চাক্তাই ও বিকল্পখাল, বিরজা খাল পরিস্কারের জন্য অনুরোধ জানিয়েছি। কিন্তু চউক খালের যে পরিমান পরিস্কার কাজ করেছে তা পর্যাপ্ত নয়। এতে কাউন্সিলর হিসেবে এলাকাবাসীর সমালোচনা শুনতে হচ্ছে আমাকে। তিনি সড়ক সংস্কার ও খাল পরিস্কারে চট্টগ্রাম সিটি কর্পোরশেনের মেয়র ও চউক চেয়ারম্যানকে দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। এসময় কর্পোরেশনের প্রকৌশলী, রোড সুপারভাইজারসহ স্থানীয় লোকজন কাউন্সিররের সাথে ছিলেন।