কাপ্তাই বিজিবি ও আনসার ক্যাম্পে বন্য হাতির আক্রমণ

নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়ে সংলগ্ন বিজিবি ও ব্যাটালিয়ন আনসার ক্যাম্পে বন্য হাতির আক্রমণে ক্যাম্পের বিভিন্ন মালামাল ও ব্যারাকের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। তবে ভাগ্যক্রমে অল্পের জন্য রক্ষা পেয়েছে সৈনিকরা। শনিবার ভোরে একদল হাতির পাল এই আক্রমণ করে বলে জানা গেছে। ক্যাম্পের দায়িত্বরত বিজিবির হাবিলদার আব্দুল আজিজ জানান, ১২ টি বন্য হাতির দল ভোর প্রায় ৪ টায় এই আক্রমন করে। এসময় বিজিবি এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা প্রান রক্ষায় দৌঁড়ে গিয়ে পার্শ্ববর্তী অপর একটি ক্যাম্পে আশ্রয় নেয়। ২৪ আনসার ব্যাটালিয়নের সিনিয়র প্লাটুন কমান্ডার নবাব আলী দেওয়ান জানান, শনিবার ভোর রাতে ওই হাতির দল আক্রমন করে ক্যাম্পের ব্যাপক ক্ষতি সাধন করে এবং ক্যাম্পের পানির লাইন উপড়ে ফেলে। বিজিবি ও আনসার সদস্যরা টের পেয়ে মশাল জ্বালিয়ে এবং বাজনা বাজিয়েও হাতির দলকে তাড়ানোর চেষ্টা করে।কিন্তু হাতির পালকে তাড়াতে পারেনি। নিরুপায় বিজিবি ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা অস্ত্র ও গোলা বারুদসহ প্রাণ রক্ষার্থে স্পীলওয়ের এপারে চলে আসে। ক্যাম্পের ব্যাটালিয়ন আনসার সদস্য রাজু মিয়া দুলাল বলেন, চলতি সপ্তাহে আরো ৩ বার হাতির দল ক্যাম্পের আশেপাশে এসে গাছ গাছালির ব্যাপক ক্ষতিসাধন করেছে। প্রসঙ্গত, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়ের সুরক্ষায় কাপ্তাই ১৯ বিজিবির ১৪ জন সদস্য এবং ২৪ আনসার ব্যাটালিয়নের ৩২ জন সদস্য ওই ক্যাম্পে দায়িত্ব পালন করে আসছে। বর্তমানে ওই ক্যাম্পে অবস্থানরত ব্যাটালিয়ন সদস্যদের মধ্যে আতংক বিরাজ করছে। উল্লেখ্য, কাপ্তাইয়ের বিভিন্ন স্থানে ইদানীং বন্য হাতির উপদ্রব আশংকা জনক ভাবে বৃদ্ধি পেয়েছে।এতে জানমালের ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটছে।