বাসযোগ্য নগরীর প্রধান অনুসঙ্গ সিআরবি সুরক্ষার বিকল্প নেই

বোরহান উদ্দিন গিফারী প্রতিটি বাড়ি, যেকোন স্থাপনার সম্মুখে প্রয়োজনীয় উন্মুক্ত স্থান রাখা যেমন জরুরী তেমনি মহানগরীতে সকল নগরবাসীর জন্যও উন্মুক্ত পরিসর রাখা অপরিহার্য। পিপিপি’র ভিত্তিতে ইউনাইটেড গ্রুপের হাসপাতাল নির্মাণ প্রক্রিয়ার কারণে নান্দনিক উন্মুক্ত পরিসর ধাপে ধাপে পুরোপুরি সংকুচিত হয়ে পড়বে। সবুজায়িত চট্টগ্রামের নিদর্শন বিলুপ্ত হয়ে যাচ্ছে ধাপে ধাপে। সর্বশেষ গুরুত্বপূর্ণ উন্মুক্ত পরিসর সিআরবি ও তৎসংলগ্ন এলাকায় হাসপাতাল নির্মাণ হলে শতাব্দীর ঐতিহ্য ভুলণ্ঠিত হয়ে পড়বে। সংস্কৃতি চর্চার ভূমিতে নেতিবাচক প্রভাব পড়বে। বৃক্ষ কর্তনে সবুজায়িত অঞ্চলের সৌন্দর্যহানি ঘটবে। যাদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন বাংলাদেশে আমরা বসবাস করছি সে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি ও শ্রদ্ধার প্রতি অবজ্ঞা হবে। সুতরাং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, পরিকল্পিত, পরিবেশবান্ধব সর্বোপরি টেকসই চট্টগ্রাম নগর গড়তে ঐতিহ্যমন্ডিত সিআরবি’র সুরক্ষায় স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসি এবং সুদৃঢ় কণ্ঠে সম্মিলিতভাবে ভূমিকা রাখি। প্রস্তাবিত হাসপাতাল এলাকায় পরিকল্পিত সামাজিক বনায়ন প্রসারের মাধ্যমে সিআরবি’র পর্যটন স্পট আরো বিকশিত করতে হবে।

লেখক : ছাত্রনেতা ও সংগঠক