হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলার বিকল্প বুয়েট উদ্ভাবিত অক্সিজেট, ব্যবহারের অনুমোদন দিলো ঔষধ প্রশাসন অধিদপ্তর

বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর তওফিক হাসানের নেতৃত্বে একদল শিক্ষার্থী এই ডিভাইসটি তৈরি করেছেন। এতে তাদের সময় লেগেছে ১০ মাস। অক্সিজেট ডিভাইসটি  দিয়ে হাসপাতালের সাধারণ বেডেই কোনো বিদ্যুৎশক্তি ছাড়াই  ৬০লিটার পর্যন্ত হাই-ফ্লো অক্সিজেন দেওয়া যাবে।

যন্ত্রটি মিনিটে ৬০-৬৫ লিটার অক্সিজেন সরবরাহ করতে  পারে।ডক্টর তওফিক হাসান জানান, একটি অক্সিজেট ডিভাইস স্থাপন করতে খরচ হবে ২০ থেকে ২৫ হাজার টাকা। অন্যদিকে একটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার  খরচ দুই থেকে আড়াই লাখ টাকা।

কোভিড আক্রান্তদের  অক্সিজেনের উচ্চ চাহিদা পূরণ করার লক্ষ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)  স্বল্প খরচের এই সি-প্যাপ (Continuous positive airway pressure) ভেন্টিলেটর যন্ত্রটি উদ্ভাবন করেছে।  এটি এখন সীমিত আকারে উৎপাদন ও ব্যবহারের অনুমোদন পেলো।