শুধুমাত্র ৫% মানুষকে টিকা দিয়ে করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয়

চট্টগ্রামে মাস্ক বিতরনকালে ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রামে এখন করোনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা ভয়াবহ আকার ধারন করেছে। কোন হাসপাতালে বেড খালি নেই। করোনা মহামারীর শুরুর দিকে চালু করা ফিল্ড হাসপাতাল, সিটি কর্পোরেশন আইসোলেশন সেন্টার ও বিভিন্ন মানুষের সহায়তায় যে হাসপাতালগুলো চালু করেছিল তাও এখন বন্ধ রয়েছে। তাছাড়া চট্টগ্রামের পাচঁ বেসরকারি মেডিকেলের মধ্যে শুধুমাত্র মা ও শিশু হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বাকী ইন্টারন্যাশনাল মেডিকেল, সাদার্ন মেডিকেল, মেরিন সিটি মেডিকেল ও বিজিসি ট্রাস্ট মেডিকেলে করোনা রোগীদের কেন চিকিৎসা দেওয়া হয়নি এটা আশ্চর্য এবং উদ্বেগের বিষয়। বর্তমানে দেশের মোট জনসংখ্যার ৫% মানুষের জন্য টিকার মওজুদ আছে। শুধুমাত্র এই ৫% মানুষকে টিকা দিয়ে করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই ১৬ কোটি মানুষের মধ্যে ১২ কোটি মানুষকে টিকা দিতে হবে। অন্ততপক্ষে ৮০% মানুষকে টিকার আওতায় আনতে হবে। তিনি বুুধবার (২৮ জুলাই) বিকালে নগরীর আগ্রাবাদ ও বাদামতলী এলাকায় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরনকালে এসব কথা বলেন। এর আগে তিনি বাদামতলী জামে মসজিদে ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড় বিএনপির আহবায়ক এস এম ফরিদুল আলমের মায়ের জানাজায় অংশ নেন। ডা. শাহাদাত হোসেন বলেন, চলমান ভয়াবহ করোনা পরিস্থিতি এবং লকডাউনে অনেক নিম্ন আয়ের মানুষ বেকার হয়ে পড়েছেন। তারা অনাহার, অর্ধাহারে নিদারুন কষ্টে দিনযাপন করছেন। কিন্তু এসব সমস্যার সমাধানে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি সরকার। যার ফলে ভুক্তভোগীদের কষ্টের সীমা তীব্র মাত্রায় উপনীত হয়েছে। তাই করোনাদূর্যোগে সৃষ্ট নতুন এক কোটি হতদরিদ্র পরিবারকে এককালীন বিশ হাজার টাকা করে অনুদান দেয়ার জোর দাবী জানাচ্ছি। এছাড়া করোনা নিয়ন্ত্রণে এলাকা ভিত্তিক জোনিং এর মাধ্যমে রেড জোন, গ্রীন জোন এবং ইয়োলো জোনে চিহ্নিত করতে হবে। মাস্ক বিতরণ কর্মসূচির মাধ্যমে আরো সচেতনতা বৃদ্ধি করতে হবে। তিনি চট্টগ্রামের শিশু হাসপাতাল ছাড়া বাকী চার হাসপাতালে করোনা রোগীর সেবা নিশ্চিত করে সিটি কর্পোরেশন আইসোলেশন সেন্টার, ফিল্ড হাসপাতালসহ বন্ধ আইসোলেশন সেন্টারগুলো খুলে দেওয়ার দাবী জানান। করোনার প্রকোপ যেহেতু দিন দিন বাড়ছে তাই সকলকে মাস্ক পরিধান করে ঘন ঘন সাবান দিয়ে হাত ধুয়ে সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, সদস্য হারুন জামান, মহানগর বিএনপিনেতা আবু সালেহ, মাহবুবুল হক, বুলবুল আহমেদ, উত্তর আগ্রাবাদ ওয়ার্ড বিএনপি’র আহবায়ক এসএম ফরিদুল আলম, মহানগর তাঁতী দলের আহ্বায়ক মনিরুজ্জামান টিটু, বিএনপিনেতা এড. কাজী সিরাজুল ইসলাম, নুরউদ্দীন সোহেল, হাফেজ আহম্মদ, আবদুল হাকিম, হাসান রুবেল, নগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি খাইরুল আলম দিপু, মইনুদ্দিন রাশেদ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মো. ইসমাইল, বজল আহমেদ, মো. আলমগীর, লোকমান হাকিম, ইকবাল হোসেন, তাজুল ইসলাম রানা, আলতাফ হোসেন, আবু জহুর, আবু সৈয়দ কালু, মো. ইমন, আবু ইমরান খোকন, রমজান আলী মুরাদ, এড. মাহবুবুল আলম, ইদ্রিস আলম প্রমূখ।