পেকুয়ায় রেখা মণিকে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনায় মামলা

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউপির হাজির পাড়ার মাদ্রাসা ছাত্রী রেখা মণিকে তুলে নিয়ে ধর্ষণ পরবর্তিতে বিষপানে আত্মহত্যার প্ররোচনার দায়ে তিন ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা রুজু করা হয়েছে।

আত্মহনন করা ছাত্রীর বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে থানায় নতুন করে এজাহার জমা দিলে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তা মামলা হিসেবে রুজু করা হয়।

মামলার আসামিরা হলেন- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের হলুরঘাট ওয়াইজপাড়ার মকসুদ আহমদের ছেলে আবুল কাশেম (২০), পেকুয়ার রাজাখালী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মিয়ারপাড়ার মৃত আবুল হোসেন প্রকাশ বাদশার ছেলে আলমগীর (২২) ও হাজিরপাড়ার নুরুল হকের ছেলে রবিউল আলম (১৯)।

এর আগে চাঞ্চল্যকর এই ঘটনায় তোলপাড় শুরু হলে আজ বুধবার কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন, শিক্ষার্থীর মা, বাবা, ভাইসহ পাড়া-প্রতিবেশী এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনার বিস্তারিত বর্ণনা শোনেন। এর পর বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে নির্দেশনা মোতাবেক বুধবার রাতেই থানায় মামলা রুজু করা হয়।

পুলিশ জানায়, ওই শিক্ষার্থী বিষপানে আত্মহননের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেকর্ড অনুযায়ী প্রথমে থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়। অবশ্য ওই শিক্ষার্থীকে বাড়ি থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করার বিষয়টি প্রকাশ পেলে সেই ঘটনা গভীর তদন্তে নামে পুলিশ। প্রাথমিক তদন্তে ধর্ষণের ঘটনার সত্যতা পাওয়ায় সিদ্ধান্ত হয়, নতুন করে অপহরণের পর ধর্ষণ, আত্মহত্যায় প্ররোচনা দানের অপরাধ ও সহায়তার অপরাধের ধারায় মামলা নেওয়া হবে। অবশেষে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এর ৭/৯(১)/৯ক/৩০ ধারায় মামলা রুজু করা হয়েছে থানায়। তাদের গ্রেপ্তারে পুলিশের সাঁড়াশি অভিযান শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার।

মামলা দায়ের করার পর শিক্ষার্থীর দিনমজুর বাবা বলেন, আমার সন্তানের ওপর যে পাশবিক ঘটনা ঘটেছে, সেসব অভিযোগে নতুন করে মামলা নেওয়ায় আমি পুলিশের প্রতি কৃতজ্ঞ। সেবামূলক ও পেশাদারিত্বমূলক আচরণে পুলিশের প্রতি আমাদের আস্থা অনেকগুন বেড়ে গেল।

বাদী আশা প্রকাশ করে বলেন, এবার পুলিশ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারে আন্তরিকতা দেখাবে এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হয় মতো সেভাবেই তদন্ত কার্যক্রমসহ অভিযোগপত্র দাখিল করবে। যাতে আর কোনো বাবা-মায়ের বুক খালি করতে না পারে কেউ।

চকরিয়া-পেকুয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলম বলেন, বিষপানের ঘটনায় প্রথমে অপমৃত্যু মামলা নেওয়া হলেও ধর্ষণের বিষয়টি প্রকাশ্য হওয়ায় পুলিশ গভীরভাবে তদন্তে নামে। সেই তদন্তে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় তিন বখাটের বিরুদ্ধে নতুন করে মামলা রুজু করতে জেলা পুলিশ সুপার মহোদয় নির্দেশনা দেন। এরই পরিপ্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে থানায়।

এ ব্যাপারে কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, ওই শিক্ষার্থীর ওপর যা যা ঘটনাই ঘটেছে সরেজমিন সবিস্তারে তথ্য সংগ্রহের পর মামলা রুজু করা হয়েছে। ঘটনা যা-ই ঘটেছে এর পরিপ্রেক্ষিতে আইন সঠিক নিয়মেই চলবে। সংঘটিত হয়ে যাওয়া কোনো ঘটনা লুকানোর সুযোগ পুলিশের কাছে নেই। অতএব আসামি গ্রেপ্তারসহ পরবর্তী সকল পদক্ষেপ আইনানুগভাবে গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত শুক্রবার হাজিপাড়ার নিজ বাড়ি থেকে রাজাখালী বহুমুখী বেশারাতুল উলুম ইসলামিয়া ফাজিল মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে গভীর রাতে বাড়ির জানালা ভেঙে তুলে নিয়ে যায় তিন বখাটে। এ সময় পাশের রুমে থাকা বড়ভাইকে দরজার ছিটকিনি দিয়ে আটকে রাখা হয়। এ সময় পাশের মিয়াপাড়া নুরুন নাহার চৌধুরাণী জামে মসজিদ ও কবরস্থানের পুকুরের টং ঘরে নিয়ে গিয়ে শিক্ষার্থীকে পালাক্রমে ধর্ষণ করে তারা। এই ঘটনার পর অপমানে বিষপানে আত্মহননের পথ বেঁছে নেয় ওই শিক্ষার্থী। ঘটনার সময় দুই সন্তানকে নিয়ে মা-বাবা ছিলেন চট্টগ্রামের বাঁশখালীর পুঁইছড়ির নিকটাত্মীয়ের বাড়িতে।