নগরে করোনার নমুনা পরীক্ষায় চবির দু’টি বুথ

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) পরিবারের সদস্যদের করোনা পরীক্ষার সুবিধার্থে দু’টি বুথ স্থাপন করেছে কর্তৃপক্ষ।

বুধবার (২৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভুইঞা।

বুথ দুটি হলো- চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন হাসপাতাল (সকাল ১০টা থেকে দুপুর ১২টা) ও হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (সকাল ৯টা থেকে বেলা ১১টা) করোনা নমুনা দেওয়া যাবে।

তবে বুথে যাওয়ার আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের নাম্বারে (০১৮৪০-০০৮৬৩০) যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্যাবলি দিতে হবে।

প্রক্টর ড. রবিউল হাসান বলেন, করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ২৯ জুলাই থেকে দুটি বুথ স্থাপনের পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় পরিবারের সব শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী এখানে করোনা টেস্ট করাতে পারবেন।