এক পয়েন্টের জন্য থামতে হলো রোমান সানাকে

টোকিও অলিম্পিকে রোমান সানাকে নিয়ে প্রত্যাশার পারদ উঁচুতে ছিল সবার। দেশসেরা এই আরচার শুরুটাও করেছিলেন দারুণভাবে। এলিমেশন রাউন্ডে ইংল্যান্ডের টম হলকে হারিয়ে শীর্ষ ৩২-এ জায়গা করে নেন তিনি। তবে স্বপ্নযাত্রাটা বেশিদূর এগোয়নি। আরচারির ব্যক্তিগত রিকার্ভের দ্বিতীয় রাউন্ড থেকে কানাডার ক্রিস্পিন ডুয়েনাসের বিপক্ষে হেরে বিদায় নিয়েছেন রোমান। মাত্র এক পয়েন্টের জন্য থামতে হলো তাকে।
ক্রিস্পিনের বিপক্ষে প্রথম সেটে জয় দিয়ে শুরু করেন সানা। সেখানে ২৬-২৫ ব্যবধানে কানাডার এই আরচারকে হারান তিনি। কিন্তু পরের দুই সেটে ২৫-২৮ ও ২৭-২৯ ব্যবধানে হেরে যান রোমান।

তবে সেখানেই শেষ হয়নি দেশসেরা আরচারের লড়াই। চতুর্থ সেটে ২৭-২৬ ব্যবধানে জিতে সমতায় ফেরান গেম।
চার সেট শেষে পয়েন্ট ৪-৪ দাঁড়ায়। পঞ্চম তথা ফাইনালল সেটে মাত্র ১ পয়েন্টের জন্য হেরে যান সানা। ২৫-২৬ ব্যবধানের জয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় কানাডিয়ান আরচার ক্রিস্পিন।
এর আগে এলিমেশন রাউন্ডে ইংল্যান্ডের টম হলকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছিলেন রোমান সানা। জয় পেয়েছিলেরন ৭-৩ ব্যবধানে।