অশনি সংকেত দেখছেন বিশেষজ্ঞরা: দিল্লি আনলক শুরু

করোনার তৃতীয় ঢেউ আসার মুখে সোমবার রাজধানী দিল্লিতে শুরু হয়ে গেল আনলক পর্ব। একশো শতাংশ যাত্রী নিয়ে শুরু করল গণপরিবহন চলা। দোকান বাজারে যথারীতি ভিড়। শপিংমলগুলো আগেই খুলেছিলো। জারি ছিল নিয়ন্ত্রণ বিধি। সোমবার থেকে সব সব উধাও। শপিংমলগুলির দরজা খুলতেই ভিড় চোখে পড়ছে। অরবিন্দ কেজরিওয়াল এর সরকার বলছে, রাজধানীতে করোনা সংক্রমণ এক শতাংশের কম।

এখন আর জনজীবন স্তব্ধ রাখার কোনও অর্থ হয়না। অর্থনীতির চাকাটা ঘোরা দরকার। বিশেষজ্ঞরা মনে করছেন, লাগামছাড়া মনোভাব বিপদ ডেকে আনতে পারে। বিশেষ করে তৃতীয় ওয়েভ যেখানে মাথা তুলে দাঁড়াচ্ছে। দিল্লিবাসী খুশি হলেও অশনি সংকেত দেখছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা অশনি সংকেত দেখলেও বিনোদন শিল্পের সঙ্গে সম্পৃক্ত মানুষরা আশীর্বাদ জানাচ্ছেন অরবিন্দ কেজরিওয়ালকে। সোমবার থেকেই খুলছে সিঙ্গেল ও মাল্টি স্ক্রিন। অর্থাৎ পঞ্চাশ শতাংশ দর্শক নিয়ে খুলছে সিনেমা হল, থিয়েটার হল। কনট প্লেসের এক সিনেমা হল কর্মী বললেন, সিনেমা মানেই সেলিব্রিটি তারকা নয়, সিনেমা মানে আমরাও যারা লাইট দেখাই, মেশিন চালাই। আমাদের ভাত রুটি বন্ধ হয়ে গিয়েছিল। এবার হয়তো একটু সুরাহা হবে।