রুশ নৌবাহিনী যে কোনো শত্রুকে টার্গেট করে অব্যর্থ হামলা চালাতে সক্ষম: পুতিন

রাশিয়ার নৌবাহিনী যে কোনো শত্রুকে চিহ্নিত করে তার দিকে অব্যর্থ হামলা চালাতে সক্ষম বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার হামলা থামানো অসম্ভব জানিয়ে তিনি বলেন, আমরা পানির নিচে, পানির উপরে এবং আকাশে থাকা সব শত্রুকে শনাক্ত করে তাতে হামলা চালাতে সক্ষম। রুশ আকাশসীমায় মার্কিন যুদ্ধবিমান প্রবেশের কয়েক সপ্তাহের মাথায় এমন বক্তব্য দিলেন পুতিন। সেন্ট পিটাসবার্গে নৌবাহিনীর একটি প্যারেডে এ কথা বলেন তিনি। জুন মাসে বৃটেনের একটি ডেস্ট্রয়ার রাশিয়ার সমুদ্রসীমায় প্রবেশ করলে কৃষ্ণ সাগরে নতুন উত্তেজনা শুরু হয়। রাশিয়া দাবি করেছে, তারা বৃটিশ জাহাজের দিকে গোলা ছুরেছিল। একইসঙ্গে বিমান থেকে গুলি ছুঁড়েও সতর্ক করে দেয়া হয়েছে বৃটিশ জাহাজকে। ওই ঘটনার কদিনের মাথায়ই রাশিয়ার আকাশ সীমায় তিনটি মার্কিন বোমারু বিমান প্রবেশ করে।
তখন রাশিয়ার বিমান বাহিনী গিয়ে মার্কিন বিমানগুলোকে তারিয়ে দেয়। ধারণা করা হচ্ছে, ওই ঘটনার প্রেক্ষিতেই সাম্প্রতিক এই মন্তব্য করলেন পুতিন।