বিধিনিষেধ অমান্য করায় ১০ হাজার টাকা জরিমানা আদায়

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন করতে রাউজানে অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ । গতকাল ২৫ জুলাই রবিবার কঠোর বিধিনিষেধের ৩য় দিনে রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ র‌্যাব, পুলিশ, আনসার বাহিনীর সহায়তায় রাউজান উপজেলা সদরের ডাক বাংলো ভবন, রাউজান ফকির হাট, মুন্সির ঘাটায় সকাল থেকে বিকাল পর্যন্ত সময়ে অভিযান চালিয়ে বিধিনিষেধ অমান্য করায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় । অভিযান চলাকালে বিকাল ৩ টার মধ্যে ব্যবসা প্রতিষ্টান ও কাচাঁবাজার বন্দ্ব করে দেওয়ার নির্দেশনা থাকলে ও সরকারী নির্দেশনা অমান্য করে রাউজান ফকির হাট বাজারের ব্যবসা প্রতিষ্টান ও কাচাঁ বাজার খোলা রাখায় উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ সকল ব্যবসা প্রতিষ্টান ও কাচাঁ বাজার বন্দ্ব করে দেয় । ফকির হাট কাচাঁ বাজারে বিপুল পরিমান ক্রেতাদের ভীড় দেখে । বাজার থেকে ক্রেতাদের বের করে দেয় আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যরা ।