আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা যেন থমকে গেছে…

আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় দু-একটি রিকশা ও দু চারজন পথচারী চলাচল করতে দেখা গেছে এর বাইরে সব স্থবির। হাজার হাজার মানুষের পদভারে মুখর থাকা আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা যেন থমকে গেছে।
 
করোনা সংক্রমণ রোধে ২৩ জুলাই (শুক্রবার) ভোর ৬টা থেকে শুরু হয়েছে দুই সপ্তাহের ‘কঠোর বিধি-নিষেধ’ (লকডাউন)। এ লকডাউন বহাল থাকবে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত। এ লকডাউনের ১ম দিন বেলা ১২টায় আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার ব্যস্ততম বাদামতলী মোড় থেকে ছবি ও তথ্য সংগ্রহ করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার জাহেদ কায়সার
 
উল্লেখ্য বাংলাদশের চট্টগ্রাম জেলার ডবলমুরিং থানার অন্তর্গত প্রধান বাণিজ্যিক এলাকা যা শহরের দক্ষিণ দিকে অবস্থিত। বন্দর নগরী চট্টগ্রামে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় আগ্রাবাদ এলাকায়। আছে দেশের প্রধান তেল বিপণন প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা, যমুনার কার্যালয়। চট্টগ্রাম শহরের অধিকাংশ সরকারি, বেসরকারি ও ব্যক্তিমালিকানায় পরিচালিত বাণিজ্যিক-অবাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রধান-শাখা-বাণিজ্যিক কার্যালয়সমূহ এখানে অবস্থিত। আগ্রাবাদের পাশ্ববর্তী এলাকা সদরঘাট। এলাকাটি নৌঘাট ও চট্টগ্রাম বন্দরের ট্রান্সপোর্ট জোন এলাকা।