বারইয়ারহাট ২ মণ পচা লইট্টা মাছ জব্দ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরমেয়র রেজাউল করিম খোকনের নেতৃত্বে ২ মণ পচা লইট্টা মাছ জব্দ করা হয়েছে। পরে মাছগুলো ফেনী নদীর তীরে ফেলে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌরমেয়র রেজাউল করিম খোকন এই অভিযান চালান।

এসময় বারইয়ারহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিল বিঞ্চু প্রসাদ দত্ত রতন উপস্থিত ছিলেন।

ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র বারইয়ারহাট পৌর মাছ বাজারে পচা মাছে ফরমালিন দিয়ে বিক্রি করে আসছিল। কিন্তু রেজাউল করিম খোকন বারইয়ারহাট পৌরসভার মেয়র নির্বাচিত হওয়ার পর একের পর এক অভিযান চালিয়ে পচা মাছ বিক্রি বন্ধ করে দেয়।

এই বিষয়ে পৌরমেয়র রেজাউল করিম খোকন জানান, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট পৌর মাছ বাজারে গিয়ে দেখা যায় একটি ড্রামে পচা দুর্গন্ধযুক্ত প্রায় ২ মণ লইট্টা মাছ রাখা আছে। এ সময় ওই মাছ ব্যবসায়ী পালিয়ে যায়। পরে মাছগুলো বারইয়ারহাট পৌর বাজারের পার্শ্ববর্তী ফেনী নদীর তীর নিয়ে ফেলে ধ্বংস করা হয়।