বাংলাদেশের কোনো মানুষই ভূমিহীন ও অনাহারে থাকবে না

আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পদক্ষেপ বাংলাদেশের কোনো মানুষই ভূমিহীন ও অনাহারে থাকবে না।

তিনি আরও বলেন, সর্বদা বাংলার অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে থাকবেন।

চট্টগ্রামের পটিয়া প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প এলাকায় ৬০০ জন মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেছেন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।

বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে কেলিশহর ও হাইদগাঁও প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্প এলাকায় তিনি এ রান্না করা খাবার বিতরণ করেন।
এতে উপস্থিত ছিলেন- পটিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও কেলিশহর আওয়ামী লীগের সাবেক সভাপতি ইউনুছ মেম্বার, কেলিশহর আওয়ামী লীগের সভাপতি ছিদ্দিক আহমদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা দেশরত্ন পরিষদের সভাপতি শাহাজাহান চৌধুরী, ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পটিয়া উপজেলা শাদমারা আশ্রয়ণ প্রকল্পের সভাপতি প্রবীণ আওয়ামী লীগ নেতা কালু মিয়া, ২৫ পাহাড়ের সভাপতি অলি আহমদ, আবাসন প্রকল্পের সভাপতি আবু তাহের, চট্টগাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জয়নুল আবেদিন ফরহাদ, পটিয়া উপজেলা দেশরত্ন পরিষদের সাধারণ সম্পাদক আজিজুল হক মানিক, চট্টগাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন ইমরান, চট্টগাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা তৌহিদুল আলম জুয়েল, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক সদস্য সাইফুল ইসলাম, পটিয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসাইন, পটিয়া উপজেলা ছাত্রলীগ নেতা মো. সাকিব, রুবেল, ফাহিম, সাযেম, সরোয়ার, নাসির উদ্দীন চৌধুরী ও কমিশনার হাসান মুরাদ প্রমুখ।