চন্দ্রঘোনার সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু বিভিন্ন মহলে শোক

নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই। চন্দ্রঘোনা কেপিএম এলাকার সবচেয়ে বয়স্ক ব্যক্তি আবুল হাসেম আর নেই। বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৭টায় বার্ধক্যজনিত কারণে কেপিএম এলাকার ব্রীকফিল্ডস্থ তার নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। ( ইন্নালিল্লাহে ওয়া ইন্না এলাহী রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তার ছোট ছেলে আলী জানান, তার পিতার বয়স আনুমানিক ১১০ বছর হয়েছে। উল্লেখ্য,আবুল হাসেম দীর্ঘদিন ব্রীকফিল্ড এলাকায় চায়ের দোকান করতেন। এদিকে কেপিএম এলাকার সবচেয়ে বয়স্ক ব্যাক্তির মৃত্যুতে এলাকাবাসী ও স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন মহল শোক জানিয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় কেপিএম কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাযে জানাযা অনুষ্ঠিত হবে এবং জানাযা শেষে তাকে কেপিএম কবরস্থানে দাফন করা হবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। এবিষয়ে চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী জানান, অত্র এলাকার সবচেয়ে প্রবীন ব্যক্তি আবুল হাসেম চন্দ্রঘোনার অনেক ইতিহাসের সাক্ষী। তার মৃত্যুতে এলাকাবাসী একজন প্রবীন ও জ্ঞানী লোককে হারিয়েছে।