পশু জবাইয়ের পর নগরীতে জীবাণু নাশক ছিটিয়েছে সিএমপি

মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে আজ ২১ জুলাই ২০২১ ইংরেজি বুধবার চট্টগ্রাম নগরীর প্রধান প্রধান সড়কের পাশে কোরবানির পশু জবাইয়ের পর জলকামান দিয়ে জীবানুনাশক ছিটিয়েছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)। করোনাকালীন সময়ে পশু জবাই শেষে নগরীকে পরিস্কার-পরিচ্ছন্ন ও জীবানুমুক্ত রাখতে সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীরের নির্দেশে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথের নেতৃত্বে সকাল থেকে এই কার্যক্রম পরিচালনা করা হয়। পশু জবাইয়ের পর বর্জ্য ও অন্যান্য আবর্জনা দ্রæতসময়ে সরিয়ে নেয়ার বিষয়ে নগরবাসীকে অনুরোধ করেন সিএমপি কমিশনার।