কাল হজ, মিনায় সমবেত হচ্ছেন হাজীরা

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজ থেকে। আজ ফজরের নামাজের পর হজযাত্রীরা ইহরাম বেঁধেছেন। সে অবস্থায় তালবিয়া পাঠ করতে করতে ইসলামের পবিত্র স্থান মিনার তাঁবুতে গিয়ে অবস্থান করবেন। সেখানে আজ তারা নানা রকম ইবাদত বন্দেগি করবেন। আগামীকাল সোমবার ভোর থেকে ঐতিহাসিক আরাফাতের ময়দানে গিয়ে সমবেত হবেন। এ দিনটিকে বলা হয় আরাফাত দিবস। মুসলিমরা এদিনকে মূল হজ বলে থাকেন। এই আরাফাতের ময়দানে দাঁড়িয়ে মহানবী হযরত মুহাম্মদ (স.) তার বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।