প্রফেসর ডঃ এ আহাদ ওসমান গণি চলে গেলান না ফেরার দেশে

একে একে নিভিছে দেউটি। দেশের আরেক কৃতি মানুষ প্রফেসর ডঃ এ আহাদ ওসমান গণি চলে গেলান না ফেরার দেশে(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।


প্রফেসর ড, এ আহাদ ওসমান গণির জন্য আত্মীয় উনার ছাত্রছাত্রী ও বন্ধু স্বজনদের কাছে আন্তরিকভাবে দোয়া চাই।


ছড়াকার আ ফ ম মোদাচ্ছির আলী জানান আমার ফুফাতো ভাই চট্টগ্রামের আনোয়ারা উপজেলাধীন ভিংরোল দারোগা বাড়ির মরহুম ফেরদৌস মিয়ার বড় ছেলে (চট্টগ্রাম শহরের সাবেক ফেরদৌস মঞ্জিল এখন ফেরদৌস, রাবেয়া টাওয়ার এর উওরাধিকার) আমার শিক্ষক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষক,বর্তমানে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ায় ডীন এবং ব্যাবস্থাপনা পরিচালক,প্রফেসর ড, এ আহাদ ওসমান গণি মালয়েশিয়ায় কুয়ালামাপুরে কোভিড ১৯ আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন ।তিনি Ohio State University Columbus Ohio USA থেকে পিএইচডি এবং MBA with double majors in Management & Marketing Degree লাভ করেন।IIUM এ যোগদানের পূর্বে তিনি Nanyang Business School Of Nanyang Technological University Singapore এ প্রফেসর হিসেবে ১৭ বছর কর্মরত ছিলেন।
কোভিড ১৯ ছিনিয়ে নিল দেশের এই কৃতি সন্তানকে।