একটু বুঝেশুনে কাজ করতে চাই

করোনার কারণে প্রেক্ষাগৃহে তালা। নতুন ছবি মুক্তি দিয়ে হলে চালানোর অবস্থা এখন নেই। তাই বলে বিনোদন মাধ্যম তো একেবারে থেমে থাকতে পারে না। বিকল্প হিসেবে ওটিটিতে ভরসা রাখছেন অনেকেই। চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমও ওটিটির কাজ নিয়ে বেশ ইতিবাচক। ইতিমধ্যে এ মাধ্যমে কাজ করা এ নায়িকা মাধ্যমটি নিয়ে তার পরিকল্পনার কথা জানালেন। বললেন, মাধ্যম যেটাই হোক। একটু বুঝেশুনে কাজ করতে চাই।

যেটা আমি ক্যারিয়ারের শুরু থেকেই করে আসছি। অনেক কাজের প্রস্তাবই পাচ্ছি। সেখান থেকে যেটা দর্শকদের পছন্দ হতে পারে বা আমার সঙ্গে যায় এমন ধরনের কাজের সঙ্গেই যুক্ত হতে চাই। এদিকে মিমের হাতে রয়েছে ‘অন্তর্জাল’ নামের একটি সিনেমা। একদিন শুটিংয়ের পর লকডাউনের কারণে সিনেমাটির শুটিং স্থগিত রয়েছে। বর্তমানে বাসাতেই রয়েছেন মিম। কীভাবে সময় কাটছে জানতে চাইলে বললেন, এখন ওয়ার্ক আউট করছি। সিনেমা দেখি। আর ঘরের অন্যান্য কাজ করছি। এভাবেই সময় চলে যাচ্ছে। করোনার এই কঠিন সময়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন এই নায়িকা। মিম বলেন, করোনা তো এখন ভয়ঙ্কর রূপ ধারণ করছে। আমরা সবাই কিন্তু সব জানি। পাঠ্যবইয়ের মতো মুখস্থ হয়ে গেছে সবার কী কী করতে হবে। তবে সচেতন হয়নি বলেই কিন্তু করোনাটা বাড়ছে। মানুষজনকে বলবো আমরা শুরুর দিকে যেভাবে মেইনটেইন করেছি সেভাবেই যেন এখনো করি।