গাউছিয়া আহমদীয়া আজিজিয়া সুন্নীয়া মাদ্রাসার প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু

হাটহাজারী পুর্ব ধলই সেকান্দর পাড়া গাউছিয়া আহমদীয়া আজিজিয়া সুন্নীয়া মাদ্রাসার প্রাতিষ্ঠানিক কার্যক্রম ও সেকান্দর পাড়া নূরানী একাডেমি হস্তান্তরের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধনী অনুষ্ঠান আজ ২৩ জুন বুধবার সকালে এলাকার কৃতী সন্তান, আহলে সুন্নাত ওয়াল জামাত কাটিরহাট শাখার সাধারণ সম্পাদক ও চট্টগ্রামস্থ আশেকানে আউলিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা শেখ মোহাম্মদ আরিফুর রহমানের সভাপতিত্বে হয়। কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও সেকান্দর পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মোহাম্মদ আবু সালেহ স্বাগত বক্তব্যে দেন। প্রভাষক মোহাম্মদ আবু সালেহ তার স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠানটির জন্য প্রথম থেকে যারা পরিকল্পনা ও উদ্যোগ নিয়েছিলেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং যারা এখন বিভিন্ন ভাবে শারীরিক ও আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধলই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মানবিক ধলই’র প্রতিষ্ঠাতা সভাপতি সমাজসেবী এম এ মনছুর। অনুষ্ঠানে বক্তারা স্মৃতিচারণ করে বলেন, এলাকার কৃতিসন্তান আলহাজ্ব ইয়াকুব মেম্বারের আহ্বানে আয়োজিত সুন্নি সম্মেলন ও ১৯৫৫ সালে ইমাম আহলে সুন্নাত গাজী দ্বীন ও মিল্লাত আল্লামা সৈয়দ আজিজুল হক আলকাদেরী সেরে বাংলা (রহ.) উপস্থিতিতে সর্বপ্রথম মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়, যার ফলে আজ এলাকায় শিক্ষার আলো প্রজ্জ্বলিত হচ্ছে। আল বারাকা হজ্ব কাফেলা এবং ট্রাভেলের চেয়ারম্যান মোহাম্মদ বেলাল হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ শহিদুল্লাহ্ ফারুকী। অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেকান্দর পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা হাফেজ মোহাম্মদ নাজিম উদ্দীন, লালীয়ার হাট সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ নেজাম উদ্দীন, শিক্ষানুরাগী সেকান্দর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ ওসমান গনী, মোহাম্মদ তৌহিদুল আলম,নুরুল আবচার,মোঃ হারুন,গোলাফুর আজম হানিফ, নুরুল ইসলাম,হাজ্বী নুরুল আলম, মাহাবুল আলম, আবু সওদাগর, মোঃ ফরিদ,মীর আহাম্মদ সওদাগর, আমিনুল হক, আবদুল সেলিম, নুরুল আমিন, এনামুল হক প্রমুখ।
এছাড়া অত্র নুরানী একাডেমির শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত পরিশেষে সভার সভাপতি মাওলানা মোহাম্মদ শেখ আরিফুর রহমানের সমাপনী বক্তব্য ও আখেরী মোনাজাতে উক্ত দ্বীনি প্রতিষ্ঠানে শুরু থেকে এই পর্যন্ত নিরলস ভাবে আর্থিক ও শারীরিক ভাবে সাহায্যে ও সহযোগিতা করে যাচ্ছেন সকলের জন্য দোয়া কামনা করে মোনাজাত শেষ করেন।