উখিয়ায় কঠোর অবস্থানে প্রশাসন,যান ও জনচলাচল নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী

কায়সার হামিদ মানিক,উখিয়া।
করোনা ভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
সারাদেশের ন্যায় উখিয়া উপজেলায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।
বৃহস্পতিবার(৮ জুলাই) সকাল থেকে উপজেলার প্রবেশমুখ মরিচ্যা বাজার,কোটবাজার, উখিয়া সদর ও কুতুপালং বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সেনাবাহিনী, বিজিবি,পুলিশ ও সিপিপির সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ। এসময় সহকারী কমিশনার, অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে অংশ নেয়।
অভিযানে অপ্রয়োজনে বের হওয়া যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়। অযথা বের হওয়া জনসাধারণকে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানার আওতায় আনা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ বলেন,লকডাউন বাস্তবায়নে অযথা বের হওয়া যান ও জনচলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। নির্দেশনা অমান্য করে বের হওয়া যানবাহনকে জরিমানার আওতায় আনা হয়। অপ্রয়োজনে বের হওয়া জনসাধারণকেও মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।