পণ্য ডেলিভারি পর গ্রাহকের টাকা পাবে ই-কমার্স প্রতিষ্ঠানগুলো

ই-কমার্স হতে কেনা পণ্য গ্রাহক হাতে পেলে তবেই তার মূল্য প্রতিষ্ঠানগুলো পাবে।গ্রাহক অগ্রিম মূল্য পরিশোধ করলেও তা বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে থাকবে। পণ্য ডেলিভারির কনফার্মেশন পেলে সংশ্লিষ্ট ই-কমার্স প্রতিষ্ঠানে সেই টাকা ছাড় করা হবে।বৃহস্পতিবার ই-কমার্স নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে এক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।বৈঠকে বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেল, তথ্যপ্রযুক্তি বিভাগ এবং ই-ক্যাব প্রতিনিধিরা অংশ নেন।বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান জানান, ই-কমার্সে গ্রাহক পণ্য বুঝে পাওয়ার পর ডেলিভারি নিশ্চিত করলে বিক্রেতা মূল্য পাবেন। বাংলাদেশ ব্যাংকের গেটওয়ের মাধ্যমে এই লেনদেন হবে।বৈঠকের পর ই-ক্যাব সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের ই-কমার্স সংক্রান্ত মিটিংয়ে ই-ক্যাব হতে প্রস্তাব দেয়া হয়েছিল যে, এসওপি অর্থাৎ ই-কমার্স কোম্পানিগুলোর জন্য পরিচালনা নীতিমালা দ্রুত প্রণয়ন করার জন্য এবং এসক্রো (ESCROW) সার্ভিস চালু করার জন্য। এই দুইটা প্রস্তাব গৃহীত হয়েছে।‘আপাতত বাংলাদেশ ব্যাংকের প্রস্তাব অনুযায়ী ব্যাংকগুলোর কাছে ইনস্ট্রাকশন পাঠানো হবে যে ক্রেতারা পেমেন্ট সিস্টেম ব্যবহার করে যখন পেমেন্ট করবে তা ক্রেতার কাছে পণ্য ডেলিভারি দেওয়ার পর ইকমার্স কোম্পানিগুলো টাকা পাবে। ক্যাশ অন ডেলিভারি আগের মতই থাকবে’ বলেন তিনি।