অবশেষে মুক্তি পাচ্ছে ‘নবাব এলএলবি’

অবশেষে হলে মুক্তির জন্য ‘নবাব এলএলবি’ ছবিটিকে মুক্তির অনুমতি দিয়েছে চলচ্চিত্র সেন্সর বোর্ড। সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দীন জানান, কিছু সংশোধন ছিল। সেগুলো ঠিক করে পুনরায় জমা দেন ‘নবাব এলএলবি’র প্রযোজক। পুনরায় ছবিটি দেখার পর সেন্সর বোর্ড সিনেমা হলে প্রদর্শনের অনুমতি দিয়েছে এবং সেন্সর সনদ দেয়া হয়েছে।

অবশেষে প্রায় দশ মিনিটের দৃশ্য ফেলে দিয়ে প্রদর্শনের জন্য সেন্সর বোর্ডের অনুমোদন পেয়েছে সিনেমাটি। মঙ্গলবার (১৫ জুন) এই তথ্য নিশ্চিত করেছেন পরিচালক অনন্য মামুন।

তিনি বলেন, ‘প্রায় ১০ মিনিট কেটে ফেলা হয়েছে সিনেমাটি থেকে। এরপর সেন্সর বোর্ড অনুমোদন দিয়েছেন। সব মিলিয়ে এখন বেশ স্বস্তি পাচ্ছি। ২৫ জুন সিনেমাটি হলে মুক্তি দেওয়া হবে। যারা এতদিন দেখতে পারেননি তারা দেখতে পারবেন।’

কতগুলো হলে সিনেমাটি মুক্তি পাচ্ছে সেটা আগামী সপ্তাহে নিশ্চিত করে বলতে পারবেন বলেও জানান মামুন। তবে জানা গেছে, তালাবদ্ধ বেশকিছু হলও এই সিনেমা দিয়ে নতুন করে আবার খুলতে যাচ্ছে।

‘নবাব এলএলবি’র অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মাহিয়া মাহি, স্পর্শিয়া, রাশেদ অপু, শায়েদ আলী, সুমন আনোয়ার, সুষমা, তন্ময়, সীমান্ত, শামীম মৃধা প্রমুখ। যৌথ সংলাপ লিখেছেন শাহজাহান সৌরভ ও পাপ্পু রাজ।

ঢালিউড তারকা শাকিব খান অভিনীত আলোচিত ছবি ‘নবাব এলএলবি’। নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ‘নবাব এলএলবি’ সিনেমাটি পরিচালনা করেন অনন্য মামুন। বিজয় দিবসে আই থিয়েটার অ্যাপে ছবিটি মুক্তির পর যেমন আলোচিত হয়, তেমনটি আপত্তিকর সংলাপের কারণে বিতর্কের মুখে পড়েন পরিচালক। এর কারণে তিনি গ্রেপ্তারও হয়েছিলেন। মূলত ছবিটি ছিল নারী ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ।