রাবার বাগানের সাড়ে বার একর জমিতে রাবার গাছের চারা রোপন

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার সীমান্তবর্তী রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চিকনছড়া এলাকায় রাউজান রাবার বাগানের সাড়ে ১২ একর পাহাড়ী জমি জবর দখল করে প্রভাবশালী এক ব্যক্তি বৃক্ষের বাগান গড়ে তোলে । রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ ও পৌর কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরীর সহায়তায় জবর দখল থেকে রাউজান রবার বাগানের সাড়ে ১২ একর পাহাড়ী জমি উদ্বার করা হয় । উদ্বার করা পাহাড়ী জমিতে রাউজান রাবার বাগান রাবার গাছের চারা রোপন করার কাজ শুরু করেছে । রাউজান রাবার বাগানের ফিল্ড অফিসার মোঃ হানিফ বলেন, জবর দখল থেকে উদ্¦ার করা পাহাড়ী জমিতে নতুন করে রাবার বাগান সৃজন করা হচ্ছে । জবর দখল থেকে উদ্বার সাড়ে ১২ একর পাহাড়ী জমিতে ২হাজার ৭শত রাবার গাছের চারা রোপন করার কাজ চলছে ।