রাউজানে প্রবাসীর ঘরে ডাকাতি ঘটনায় মামলা

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানের কদলপুরে প্রবাসীর ঘরে ডাকাতির ঘটনার ব্যাপারে গৃহকর্তা প্রবাসী আবদুল লতিফ বাদী হয়ে গতকাল ১৩ জুন রবিবার রাউজান থানায় মামলা করেন। রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, কদলপুরে ডাকাতির ঘটনার ব্যাপারে গৃহকর্তা প্রবাসী আবদুল লতিফ বাদী হয়ে অপ্সাত নামা ব্যক্তিদের আসামী করে মামলা দায়ের করেছেন । ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য গতকাল ১২ জুন শনিবার ভোর রাতে রাউজানের কদলপুর এলাকার হাজী আবদুল লতিফের ঘরে ডাকাতির ঘটনা সংগঠিত হয় । গৃহকর্তা হাজী আবদুল লতিফ জানিয়েছে তার তিন ছেলে কাতার ও দুবাই প্রবাসী। ঘরে ছিলেন তারা স্বামী স্ত্রীসহ এক পুত্রবধু। রাত আনুমানিক তিনটার দিকে ঘরের সামনের দেয়াল টপকে ডাকাতরা বাড়ির ভিতরে প্রবেশ করে। এরপর ঘরের সামনের জানালার গ্রীল কেটে তিন ডাকাত ঘরে প্রবেশ করে।
বিষয়টি টের পেয়ে গৃহকর্তা আবদুল লতিফ মোবাইল হাতে নিজ কক্ষ থেকে বের হতে গেলে ছুরি উচিঁয়ে এক ডাকাত তাকে জিম্মী করে হাত থেকে মোবাইল কেড়ে নেয়। এরপর পরিবারের অন্য সদস্যদের এনে এক জায়গায় বেঁধে রেখে ঘরের সব আলমিরা খুলে তছনছ করে। আলমিরাতে থাকা ৩০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬০/৭০ হাজার টাকা লুটে নিয়ে ডাকাতদলটি ঘরের পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়।