রাউজানে আমির হাট বাজারের মালিকানা নিয়ে দ্বন্দ্ব

রাউজানে আমির হাট বাজারের মালিকানা নিয়ে দুই ইউনিয়নের মধ্যে মুখোমখি গত ৫ বৎসরের বাজারের ইজারার টাকা পায়নি রাউজান উপজেলা প্রশাসন
শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার ২নং ডাবুয়া ইউনিয়নের পশ্চিম ডাবুয়া এলাকার বাসিন্দ্বা মরহুম আমির চৌধুরী শত বৎসর পুর্বে ডাবুয়া ইউনিয়নের উত্তর সীমানায় হলদিয়া ইউনিয়নের সীমানার পাশে প্রতিষ্টা করেন আমির চৌধুরী হাট । আমির চৌধুরী হাট প্রতিষ্টালগ্ন থেকে ডাবুয়া ইউনিয়নের নিয়ন্ত্রনে ছিল । ডাবুয়া ইউনিয়নের মধ্যে আমির চৌধুরী হাট প্রতিষ্টা হলে ও ডাবুয়া ইউনিয়নের সীমনার পাশে হলদিয়া ইউনিয়নের মধ্যে আমির হাট সম্প্রসারিত হয় । হলদিয়া ইউনিয়নের সীমানার মধ্যে মার্কেট, ব্যাংক নির্মান করায় আমির হাটের পরিধি বেড়ে ডাবুয়া ইউনিয়ন ও হলদিয়া ইউনিয়নের মধ্যে বিশাল বাজার হিসাবে রুপ নিয়েছে আমির হাট । রাউজান উপজেলা প্রকৌশল অধিদপ্তর ও উপজেলা প্রশাসন আমির হাটের ডাবুয়া ইউনিয়ন অংশে বাজার সেড, শৌচাগার নির্মান করে দেয় । আমির হাট বাজার এর মালিকানা নিয়ে ডাবুয়া ইউনিয়ন ও হলদিয়া ইউনিয়নের মধ্যে প্রতিনিয়ত বাক বিতান্ডা হয় ডাবুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী ও হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামম হলদিয়া ইউনিয়নের এয়াসিন নগর এলাকার বাসিন্দ্বা রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুলের সাথে ।গত ৯ জুন বুধবার রাউজান উপজেলা পরিষদ হলে রাউজান উপজেলা আইন শৃংখলা কমিটির সভায় ডাবুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী আমির হাট বাজারটি ডাবুয়া ইউনিয়নের বলে দাবী করে আমির হাট বাজার পরিমাপ করে আমির হাট বাজারের নিয়ন্ত্রন ডাবুয়া ইউনিয়ন পরিষদকে ফিরিয়ে দেওয়ার দাবী জানান । এসময়ে সভার বিশেষ অতিথি রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল ডাবুয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরীর বক্তব্যের বিরোধীতা করলে দুজনের মধ্যে সভায় বাক বিতান্ডা হয় । সভায় উপস্থিত প্রধান অতিথি রেলপথ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী আমির হাট বাজার পরিমাপ করে বাজারের মালিকনা ও সীমানা নির্ধারন করার জন্য রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি অতিশ দর্শী চাকমাকে নির্দেশ প্রদান করেন । সভার সভাপতি রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ সভায় তার বক্তব্যে বলেন, গত ৫ বৎসরের আমির হাট ইজরার টাকা বাজারের ইজরাদার পরিশোধ করেনি । উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের বক্তব্য শুনে সভার প্রধান অতিথি রাউজানের সাংসদ ফজলে করিম চৌধুরী ফোন করে বাজারের ইজারার টাকা শীঘ্রই পরিশোধ করার জন্য বাজারের ইজারাদার আওয়ামী লীগ নেতা এস এম বাবরকে নির্দেশ প্রদান করেন । আমির হাট বাজারের ইজারার টাকা পরিশোধ না করলে ইজারাদারের বিরুদ্বে আইনগতঃ ব্যবস্থা গ্রহন করার নির্দেশ দেয় সাংসদ ফজলে করিম চৌধুরী ।